ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। মঙ্গলবার শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ১০৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
এদিন কোম্পানিটি ৫৪০ বারে ১ লাখ ৯৬ হাজার ৪৫৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭ লাখ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আইটি কনসালটেন্টস লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৬৫ শতাংশ। মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৩৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৬০৫ বারে ১৪ লাখ ৩৮ হাজার ২৪১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি অটোকার্স, আরএসআরএম স্টিল, রেনউইক যজ্ঞেশ্বর, প্রাইম টেক্স, আরামিট, লিবরা ইনফিউশিন, সায়হাম কটন ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।

























