০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

দরপতনের শীর্ষে বিডি ফিন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বিডি ফিন্যান্স লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৫ টাকা দরে লেনদেন হয়েছে।

এদিন ৫১৯ বারে কোম্পানির ৮ লাখ ৩৯ হাজার ৯৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য এক কোটি ৩৩ লাখ টাকা। লুজারের দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ২ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ২৮ শতাংশ দর কমেছে। মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৩৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭৫ বারে ১৪ হাজার ৩৭০টি শেয়ার লেনদেন করেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল, ঢাকা ডাইং, মুন্নু জুট স্ট্যাফলার্স, কুইন সাউথ টেক্সটাইল ও মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।

ট্যাগ :

বরিশালে পেশাদার সাংবাদিকদের ৩৫ সংগঠনের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

দরপতনের শীর্ষে বিডি ফিন্যান্স

প্রকাশিত : ১১:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বিডি ফিন্যান্স লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৫ টাকা দরে লেনদেন হয়েছে।

এদিন ৫১৯ বারে কোম্পানির ৮ লাখ ৩৯ হাজার ৯৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য এক কোটি ৩৩ লাখ টাকা। লুজারের দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ২ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ২৮ শতাংশ দর কমেছে। মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৩৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭৫ বারে ১৪ হাজার ৩৭০টি শেয়ার লেনদেন করেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল, ঢাকা ডাইং, মুন্নু জুট স্ট্যাফলার্স, কুইন সাউথ টেক্সটাইল ও মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।