০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

সুস্থ হয়ে উঠছে পরীমনির ছেলে পুন্য

পুন্য এখন ভালো আছে, সুস্থ আছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় তার ফেসবুকে জানিয়েছেন এই তথ্য। ফেসবুকে পুন্যর একটি ভিডিও আপলোড করে ক্যাপশনে পরী লিখেছেন “পুন্য এখন ভালো আছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন।”

ভিডিওতে দেখা গেছে ছেলেকে ওষুধ খাওয়াচ্ছেন পরীমনি। ছেলে আঙুল দিয়ে টেস্ট করছে সে ওষুধ। ভিডিওতে পরী ছেলেকে মজা করে বলছেন, আগে এভাবে টেস্ট করতে হয় ওষুধ, কি ভালো, চলবে, চলবে স্যার, খাওয়া যাবে, আমি ধরছি, তুমি খাও। মায়ের আদরে বুঝা গেল পুন্য অনেকটাই এখন সুস্থ।

অসুস্থ ছেলের চিকিৎসার জন্য সম্প্রতি ভারতে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। পাঁচ দিন সেখানে কাটানোর পর আজ সুখবর দিলেন পরীমনি।
সম্প্রতি পিরোজপুর থেকে আসার সময় রাস্তায় দোকানের ফল খেয়ে সন্তান ও বাসার কয়েকজনসহ অসুস্থ হয়ে পড়েন নায়িকা পরীমনি। এরপর থেকে ছেলে পুন্য ও পরী চিকিৎসাধীন ছিলেন একটি বেসরকারি হাসপাতালে।

অসুস্থ অন্যরা খানিক সুস্থ হলেও পুন্যর শরীর ক্রমাগত খারাপ হচ্ছিল। হাসপাতাল থেকেই সরাসরি ভারতে চিকিৎসার জন্য উড়াল দেন তারা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ক্ষুদে মেসির  দায়িত্ব নিলেন তারেক রহমান

সুস্থ হয়ে উঠছে পরীমনির ছেলে পুন্য

প্রকাশিত : ০৪:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

পুন্য এখন ভালো আছে, সুস্থ আছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় তার ফেসবুকে জানিয়েছেন এই তথ্য। ফেসবুকে পুন্যর একটি ভিডিও আপলোড করে ক্যাপশনে পরী লিখেছেন “পুন্য এখন ভালো আছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন।”

ভিডিওতে দেখা গেছে ছেলেকে ওষুধ খাওয়াচ্ছেন পরীমনি। ছেলে আঙুল দিয়ে টেস্ট করছে সে ওষুধ। ভিডিওতে পরী ছেলেকে মজা করে বলছেন, আগে এভাবে টেস্ট করতে হয় ওষুধ, কি ভালো, চলবে, চলবে স্যার, খাওয়া যাবে, আমি ধরছি, তুমি খাও। মায়ের আদরে বুঝা গেল পুন্য অনেকটাই এখন সুস্থ।

অসুস্থ ছেলের চিকিৎসার জন্য সম্প্রতি ভারতে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। পাঁচ দিন সেখানে কাটানোর পর আজ সুখবর দিলেন পরীমনি।
সম্প্রতি পিরোজপুর থেকে আসার সময় রাস্তায় দোকানের ফল খেয়ে সন্তান ও বাসার কয়েকজনসহ অসুস্থ হয়ে পড়েন নায়িকা পরীমনি। এরপর থেকে ছেলে পুন্য ও পরী চিকিৎসাধীন ছিলেন একটি বেসরকারি হাসপাতালে।

অসুস্থ অন্যরা খানিক সুস্থ হলেও পুন্যর শরীর ক্রমাগত খারাপ হচ্ছিল। হাসপাতাল থেকেই সরাসরি ভারতে চিকিৎসার জন্য উড়াল দেন তারা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ