০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

চীনে ভুয়া রোনালদো, অটোগ্রাফ দিয়ে ভক্তদের আবদার মেটাচ্ছেন

সৌদি আরবের ক্লাব আল নাসেরের দুটি প্রীতি ম্যাচ খেলতে চীন সফরের কথা ছিল। তবে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চোটের কারণে সফরটি আপাতত বাতিল করেছেন ক্লাব কর্তৃপক্ষ। এই সফর বাতিল হওয়ার জন্য চীনের ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমাও চেয়েছেন রোনালদো। কিন্তু সিআর সেভেন সে দেশে সফর না করলেও সে দেশের ফুটবলপ্রেমীরা তাকে হাতের নাগালে পেয়ে গেলেন!

এমনকি রোনালদোকে সামনে পেয়ে অনেকেই তার অটোগ্রাফও নিচ্ছেন। কেউ কেউ পাশে দাড়িয়ে ছবিও তুললেন। এছাড়া আল নাসেরের জার্সি পরে রোনালদোও হাসি মুখে ভক্তদের সব আবদার মেটালেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

এবার সবার মনে কৌতুহল জেগেছে চীনের রাস্তায় এভাবে একা ঘুরছেন রোনালদো অথচ পর্তুগালের ফুটবল অধিনায়কের নিরাপত্তার জন্য নেই কোনো নিরাপত্তাকর্মীও। ব্যাপারটা আসলে তা নয়। রোনালদো চীনেই আসেননি। যাকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা, তিনি নকল। দেখতে অবিকল পর্তুগিজ স্ট্রাইকারের মতো। সাজপোশাকও তার মতো। নকল রোনালদোকে নিয়েই মেতেছেন ফুটবলপ্রেমীরা।

এক ফুটবলপ্রেমী বলেছেন, ‘আমরা আসল রোনালদোর খেলা দেখতে পেলাম না। এটা লজ্জার, হতাশার। তবে এটা নিশ্চিত ভাবে দারুণ ব্যাপার। অবিশ্বাস্য হলেও নকল রোনালদোকে হুবহু আসলের মতোই দেখতে।’ অন্য একজন বলেছেন, ‘আমরা রোনালদোকে ভালবাসি। তাই নকল রোনালদোকেও এড়িয়ে যেতে পারিনি।’

বিজনেস বাংলাদেশ/DS

জনপ্রিয়

চীনে ভুয়া রোনালদো, অটোগ্রাফ দিয়ে ভক্তদের আবদার মেটাচ্ছেন

প্রকাশিত : ০১:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

সৌদি আরবের ক্লাব আল নাসেরের দুটি প্রীতি ম্যাচ খেলতে চীন সফরের কথা ছিল। তবে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চোটের কারণে সফরটি আপাতত বাতিল করেছেন ক্লাব কর্তৃপক্ষ। এই সফর বাতিল হওয়ার জন্য চীনের ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমাও চেয়েছেন রোনালদো। কিন্তু সিআর সেভেন সে দেশে সফর না করলেও সে দেশের ফুটবলপ্রেমীরা তাকে হাতের নাগালে পেয়ে গেলেন!

এমনকি রোনালদোকে সামনে পেয়ে অনেকেই তার অটোগ্রাফও নিচ্ছেন। কেউ কেউ পাশে দাড়িয়ে ছবিও তুললেন। এছাড়া আল নাসেরের জার্সি পরে রোনালদোও হাসি মুখে ভক্তদের সব আবদার মেটালেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

এবার সবার মনে কৌতুহল জেগেছে চীনের রাস্তায় এভাবে একা ঘুরছেন রোনালদো অথচ পর্তুগালের ফুটবল অধিনায়কের নিরাপত্তার জন্য নেই কোনো নিরাপত্তাকর্মীও। ব্যাপারটা আসলে তা নয়। রোনালদো চীনেই আসেননি। যাকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা, তিনি নকল। দেখতে অবিকল পর্তুগিজ স্ট্রাইকারের মতো। সাজপোশাকও তার মতো। নকল রোনালদোকে নিয়েই মেতেছেন ফুটবলপ্রেমীরা।

এক ফুটবলপ্রেমী বলেছেন, ‘আমরা আসল রোনালদোর খেলা দেখতে পেলাম না। এটা লজ্জার, হতাশার। তবে এটা নিশ্চিত ভাবে দারুণ ব্যাপার। অবিশ্বাস্য হলেও নকল রোনালদোকে হুবহু আসলের মতোই দেখতে।’ অন্য একজন বলেছেন, ‘আমরা রোনালদোকে ভালবাসি। তাই নকল রোনালদোকেও এড়িয়ে যেতে পারিনি।’

বিজনেস বাংলাদেশ/DS