সংকোচ
Z R Zia
কী ডিলিট করলেন!
দেখতে পাইনি।
তেমন কিছু না।
বলুন না
কী ডিলিট করলেন!
কিছু একটা লিখে ছিলাম।
আরে আপনি তো ভীষণ ছেলেমানুষ
কী লিখে ছিলেন বলতে এত সংকোচ!
আপনিও কিন্তু মেয়েমানুষী করছেন!
কেন জানতেই হবে!
জানতেই হবে কেননা মেসেজ টা
আমি পড়তে পারিনি তাই।
লিখেছিলাম
আপনি কবিতার মত।
কবিতা কেমন?
বৃষ্টির মতন।
এবার আবার বলবেন না বৃষ্টি কেমন!
বৃষ্টি কেমন?
জানতাম।
বৃষ্টি হলো জলের ফোঁটা
মেঘ হতে যার জন্ম
মাটি যার লক্ষ্য
শীতলতার আবেশী পরশ
যাতে খুব করে ভেজা যায়।
তাহলে আপনি বলছেন
আমি বৃষ্টির মত!
জি ঠিক তাই
ঝুম বৃষ্টির মত।
তাহলে আজ হতে
আপনি আমাকে বৃষ্টি বলে ডাকবেন।
আচ্ছা বৃষ্টি।


























