জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণিল আয়োজনে সরস্বতী পূজা উদযাপন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৩৬টি মন্ডপে পূজা উদযাপন করা হয়।
সকাল থেকেই পূজা দেখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় করে দর্শনার্থীরা। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। সকাল ৯টা থেকেই বিভিন্ন বিভাগের মন্ডপে বিদ্যা দেবীর আরাধনা শুরু হয়। এসময় আমেজ দেখা যায় সবার মধ্যে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পূজা উপভোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এবার সরস্বতী পূজা উদযাপনের লক্ষ্যে বিগত কয়েকদিন থেকেই সাজসজ্জা, প্রতিমা তৈরী ও আনুষঙ্গিক কাজ করেন শিক্ষার্থীরা।
বাণী অর্চনা শেষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, জবি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের আহবায়ক অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, সদস্য সচিব অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস,বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, সহকারী প্রক্টর ও অন্যান্যরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী নিলাঞ্জনা হালদার বলেন, নানা আয়োজনে পূজা উদযাপিত হয়েছে। গতবারের তুলনায় এবার পূজায় উপস্থিতি বেশি ছিল। ডিপার্টমেন্টের সবাই অত্যন্ত আনন্দের সাথে অংশগ্রহণ করেছে পূজায়। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আগামীতেও আমরা সরস্বতী পূজা পালন করতে চাই।
১৫তম আবর্তনের শিক্ষার্থী চিন্ময় নন্দী অন্তু বলেন, এবার বর্ণিল আয়োজনে বিদ্যা দেবীর আরাধনা করেছি ক্যাম্পাসে৷ বিভাগের সবাই মিলে আনন্দের সাথে সার্বিক আয়োজন সম্পন্ন করেছি৷
বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রভাষক দীপায়ন কৃষ্ণ ঘোষ বলেন, বিদ্যার জন্য পড়াশোনা করি। এবারের পূজা, বসন্ত ও ভালোবাসা দিবস এক নতুন মাত্রা যোগ করেছে। শিক্ষক-শিক্ষার্থী মিলে প্রায় ৮০% শতাংশের মতো উপস্থিত ছিল। ছোট পরিসরেই আমরা প্রাণবন্তভাবে পূজা উদযাপন করেছি।
প্রসঙ্গত, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগ, ২টি ইন্সটিটিউট ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল সহ মোট ৩৬টি মন্ডপে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/BH

























