ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন কাওলা আসিয়ান সিটিতে অনুষ্ঠিত দাওয়াতে ইসলামীর ৩ দিনের সুন্নাতে ভরা ইজতেমার দ্বিতীয় দিনে লক্ষ মানুষের ঢল। তাহাজ্জুদ নামাজ শুরু করে জিকির আজকার দোয়া মিলাদ কিয়াম ও বিভিন্ন বক্তাদের বক্তব্য হতে থাকে। আগামীকাল শুক্রবার সকাল দশটায় বিশেষ পর্ব এবং জুমার নামাজের ও শেষ বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে তিন দিনের আশিকানে রসূলের ইজতেমা।
আজকের ইজতেমার দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন মাওলানা সালাউদ্দিন আত্তারী, আন্তর্জাতিক বিভাগের জিম্মাদার মোহাম্মদ কামাল আক্তারী, দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ এর সভাপতি মাওলানা আব্দুল মোবিন আত্তারী, সকাল থেকে বক্তারা কুরআনে পাক তিলাওয়াতের ফযিলত,
ইলমে দ্বীনের গুরুত্ব ও ফযিলত, উত্তম পরিবেশের উপকারিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যৌবন কিভাবে অতিবাহিত করবেন? উম্মতের প্রতি সহানুভূতি,উম্মতের সংশোধন ও দাওয়াতে ইসলামীর ভূমিকা, ইশকে রাসূলের ঘটনাদি আলোচনা করেন।
বক্তাগণ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার মাধ্যমেই প্রকৃত মুসলমান হওয়া সম্ভব। দাওয়াতে ইসলামী আজ সকল মুসলমানকে নবী প্রেমিক ও আশে রসুল বানাতে চান। আসুন আমরা সকলেই দাওয়াতে ইসলামীর সঙ্গ দেই।
০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম :
আশেকানে রাসুলের ইজতিমায় লক্ষ মানুষের ঢল, শুক্রবার আখেরি মোনাজাত
-
কালিমুল্লাহ ইকবাল: - প্রকাশিত : ০৮:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- 151
ট্যাগ :
আশেকানে রাসুলের ইজতিমা
জনপ্রিয়


























