সানি লিওন। এখন সাবেক পর্নো তারকা। বর্তমানে বলিউড অভিনেত্রী তিনি। তবুও পর্নস্টার! পর্নস্টার! পর্নস্টার! শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা হয়ে গিয়েছে সানি লিওনের৷
কিন্তু সানি নিন্দুকদের মুখে ছাই দিয়ে নিজেকে বার বার প্রমাণ করে চলেছেন। একের পর এক বলিউড সিনেমা করছেন, নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে। তবুও নিন্দুকেরা সানি লিওনের পিছু ছাড়ছে না। সুযোগ পেলেই সানি মুখে কালি মাখাচ্ছেন।
ফের সানি মুখে কালি! অবাক হবার হচ্ছেন? না অবাক হওয়ার কিছু নেই। এবার অন্য কেউ নয়, বরং সানি লিওন নিজেই তার মুখে কালি মাখলেন। শুধু তিনিউ নয় সঙ্গে নিলেন তার বান্ধবীকেও। তবে এ কালি ক্ষতিকারক নয়, বল ভালো রূপচর্চার।
তাহলে এই ব্যাপারটি খোলসা করে বলা যাক, বলিউড অভিনেত্রী সানি লিওন নিলেন রূপটান। মুখে মাখলেন ক্লে মাস্ক। এই ক্লে মাস্ক নাকি বলি রেখা আটকাতে খুবই সাহায্য করে। সানির রূপ রহস্যই হল নাকি এই ক্লে। এই ক্লে মাস্ক মুখে মেখেই ইনস্টাগ্রামে ছবি আপলোড করেছেন সানি।

























