০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

ঈদে আসছে জায়েদ খানের ছবি ‍‍`সোনার চর‍‍`

আলোচিত নায়ক জায়েদ খান অভিনীত কোনো সিনেমা একযুগ পর ঈদে মুক্তি পেতে যাচ্ছে । সিনেমাটির নাম ‍‍`সোনার চর‍‍`। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমি, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

‍‍`সোনার চর‍‍` সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প এটি। সিনেমাটিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‍‍`আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেওয়া ছবি “সোনার চর”। মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই ছবির জন্য কত শ্রম দিয়েছি সেটা সিনেমাটি দেখলে দর্শক বুঝতে পারবে। আর সিনেমাটি আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`আমার ক্যারিয়ারে প্রথম ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছিল। এ কারণে ঈদে ছবি মুক্তির ব্যাপারে আমার মধ্যে একটা থ্রিল তো কাজ করছেই। আমাদের দেশের দর্শক এখন ঈদে উৎসবে বেশি হলমুখী। সেই হিসেবে ঈদে “সোনার চর” মুক্তি পেলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে।‍‍`

 

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

ঈদে আসছে জায়েদ খানের ছবি ‍‍`সোনার চর‍‍`

প্রকাশিত : ০৬:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

আলোচিত নায়ক জায়েদ খান অভিনীত কোনো সিনেমা একযুগ পর ঈদে মুক্তি পেতে যাচ্ছে । সিনেমাটির নাম ‍‍`সোনার চর‍‍`। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমি, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

‍‍`সোনার চর‍‍` সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প এটি। সিনেমাটিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‍‍`আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেওয়া ছবি “সোনার চর”। মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই ছবির জন্য কত শ্রম দিয়েছি সেটা সিনেমাটি দেখলে দর্শক বুঝতে পারবে। আর সিনেমাটি আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`আমার ক্যারিয়ারে প্রথম ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছিল। এ কারণে ঈদে ছবি মুক্তির ব্যাপারে আমার মধ্যে একটা থ্রিল তো কাজ করছেই। আমাদের দেশের দর্শক এখন ঈদে উৎসবে বেশি হলমুখী। সেই হিসেবে ঈদে “সোনার চর” মুক্তি পেলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে।‍‍`

 

বিজনেস বাংলাদেশ/BH