০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
নেপালে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৬

নারী ফুটবলদলকে চ্যানেল আই-এর সংর্ধ্বনা

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত হয়ে গেল সার্ফ অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়ানসিপ ২০২৪ এর ফাইনাল লেখা। এ আয়োজনে বাংলাদেশের অনুর্ধ্ব-১৬ নারী ফুটবলদলের কাছে ট্রাইব্রেকারে হেরেছে ভারত। বিজয়ীদলকে সংবর্ধনা দিতে ১৩ মার্চ চ্যানেল আই ‘অভিনন্দন’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১১টায় বীরকন্যারা চ্যানেল আই প্রাঙ্গণে এলে চ্যানেল আই-এর পক্ষ থেকে দলকে স্বাগত জানান চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানে বাংলাদেশ অনুর্ধ্ব ১৬ নারী দলের সকল সদস্য উস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বাফুফে নারী উইং-এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন, নারী দলের হেড কোচ সাইফুল বারী টিটু, অনুর্ধ্ব-১৬ নারী দলের ম্যানেজার আমীরুল ইসলাম বাবু, বাফুফের সাধারন সম্পাদক ইমরান হোসেন, সহকারী টিমলিডার টিপু সুলতান ও কামরুল ইসলাম হিলটন এবং গোল কিপার কোচ আরিফুর রহমান পান্নু। অনুষ্ঠানে দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস চ্যাম্পিয়ন হবার অনিুভূতি ব্যক্ত করেন। অনুভূতি প্রকাশ করেন সেরা খেলোয়াড় সুরুভি আকন্দ প্রীতি ও শ্র্রেষ্ঠ্য গোল কিপার ইয়ারজান বেগম। অনুষ্ঠান শেষে দলের প্রতিটি সদস্যর হাতে উপহার সামগ্রী তুলে দেন চ্যানেল আই-এর পক্ষে শাইখ সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন স্পোর্টস এন্ড ইভেন্ট-এর এজিএম আমীনল ইসলাম রাজু। তাদের নিয়ে অনুষ্ঠিত পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করেছে।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

নেপালে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৬

নারী ফুটবলদলকে চ্যানেল আই-এর সংর্ধ্বনা

প্রকাশিত : ০৭:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত হয়ে গেল সার্ফ অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়ানসিপ ২০২৪ এর ফাইনাল লেখা। এ আয়োজনে বাংলাদেশের অনুর্ধ্ব-১৬ নারী ফুটবলদলের কাছে ট্রাইব্রেকারে হেরেছে ভারত। বিজয়ীদলকে সংবর্ধনা দিতে ১৩ মার্চ চ্যানেল আই ‘অভিনন্দন’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১১টায় বীরকন্যারা চ্যানেল আই প্রাঙ্গণে এলে চ্যানেল আই-এর পক্ষ থেকে দলকে স্বাগত জানান চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানে বাংলাদেশ অনুর্ধ্ব ১৬ নারী দলের সকল সদস্য উস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বাফুফে নারী উইং-এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন, নারী দলের হেড কোচ সাইফুল বারী টিটু, অনুর্ধ্ব-১৬ নারী দলের ম্যানেজার আমীরুল ইসলাম বাবু, বাফুফের সাধারন সম্পাদক ইমরান হোসেন, সহকারী টিমলিডার টিপু সুলতান ও কামরুল ইসলাম হিলটন এবং গোল কিপার কোচ আরিফুর রহমান পান্নু। অনুষ্ঠানে দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস চ্যাম্পিয়ন হবার অনিুভূতি ব্যক্ত করেন। অনুভূতি প্রকাশ করেন সেরা খেলোয়াড় সুরুভি আকন্দ প্রীতি ও শ্র্রেষ্ঠ্য গোল কিপার ইয়ারজান বেগম। অনুষ্ঠান শেষে দলের প্রতিটি সদস্যর হাতে উপহার সামগ্রী তুলে দেন চ্যানেল আই-এর পক্ষে শাইখ সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন স্পোর্টস এন্ড ইভেন্ট-এর এজিএম আমীনল ইসলাম রাজু। তাদের নিয়ে অনুষ্ঠিত পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করেছে।

বিজনেস বাংলাদেশ/BH