০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

সাদি মহম্মদকে গানে গানে শ্রদ্ধা নিবেদন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • 105

বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদকে গানে গানে শেষ শ্রদ্ধা নিবেদন করলেন তার সহকর্মীরা। শিল্পীকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে এসে তার বাসার আঙ্গিনায় অশ্রুসিক্ত নয়নে শতাধিক শিল্পীকে সমবেত কণ্ঠে গান গাইতে দেখা যায় ‘তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই’।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদি মহম্মদ মারা যান। তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৪মার্চ) বাদ জোহর মোহাম্মদপুর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়েছে।

রবীন্দ্রসংগীতশিল্পী, শিক্ষক ও সুরকার সাদি মহম্মদ বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। অসংখ্য সিনেমায় ও নাটকে প্লেব্যাক করেছেন। তিনি সরকারি সংগীত কলেজের শিক্ষকও ছিলেন।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

সাদি মহম্মদকে গানে গানে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ০৫:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদকে গানে গানে শেষ শ্রদ্ধা নিবেদন করলেন তার সহকর্মীরা। শিল্পীকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে এসে তার বাসার আঙ্গিনায় অশ্রুসিক্ত নয়নে শতাধিক শিল্পীকে সমবেত কণ্ঠে গান গাইতে দেখা যায় ‘তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই’।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদি মহম্মদ মারা যান। তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৪মার্চ) বাদ জোহর মোহাম্মদপুর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়েছে।

রবীন্দ্রসংগীতশিল্পী, শিক্ষক ও সুরকার সাদি মহম্মদ বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। অসংখ্য সিনেমায় ও নাটকে প্লেব্যাক করেছেন। তিনি সরকারি সংগীত কলেজের শিক্ষকও ছিলেন।

বিজনেস বাংলাদেশ/BH