পাবনার চাটমোহরে ট্রাক চাপায় হুসাইন মোল্লা (১০) নামক এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র হুসাইন মোল্লা বিন্যাবাড়ি গ্রামের জাবেদ মোল্লার ছেলে ও বিন্যাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, পার্শ্ববর্তী ধানকুনিয়া গ্রামে প্রাইভেট পড়ে সকাল নয়টার দিকে বাই সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল হুসাইন। বিন্যাবাড়ি গ্রামের মধ্য দিয়ে একটি পাকা রাস্তার নির্মাণ কাজ চলমান রয়েছে। হুসাইন বাড়ির কাছাকাছি পৌঁছালে নির্মাণাধীন পাকা রাস্তার ইটের খোয়া বহনকারী একটি ট্রাক (সিরাজগঞ্জ ড -১১-০৪৪৫) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
ঘটনা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।





















