০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ টিভিতে দেখাবে না, যেভাবে দেখবেন

অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ শুরু হওয়ার অপেক্ষা। আগামীকাল (বৃহস্পতিবার) হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডেতে দুই দল মুখোমুখি হচ্ছে। তবে বহুল আকাঙ্ক্ষিত সিরিজটি দেখা যাবে না কোনো টেলিভিশনে।

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবারও ঢাকার মাঠ অ্যালিসা হিলিদের পদাচরণায় মুখর।

নারী ক্রিকেট হলেও অস্ট্রেলিয়া নারী দলের সফর বাংলাদেশের জন্য বড় ঘটনা। অজি মেয়েদের ট্যুরটি নিয়ে এরই মধ্যে সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরুষ ক্রিকেটারদের মতোই দেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। এমনকী সিরিজটি ঢাকায় আয়োজন করার কারণে একই সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা জাতীয় দলের সিরিজ থাকায় সেটি নেওয়া হয়েছে ঢাকার বাইরে। পর্যায়ক্রমে সিলেট ও চট্টগ্রামে হচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজটি।

জানা গেছে, বিসিবি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি ঢাকায় আয়োজন করতে চেয়েছিল। নিগার সুলতানা জ্যোতিরাও মিরপুরে খেলতে চেয়েছিল। যাতে মাঠে দর্শকদের সমর্থন ভালো পাওয়া যায়। অবশ্য এমন আকাঙ্ক্ষিত সিরিজটি টিভি পর্দায় দেখা যাচ্ছে না। গণমাধ্যমের খবর, দেশের কোনো টিভি চ্যানেল সিরিজটির সম্প্রচার স্বত্ব কেনেনি। তবে বিসিবির ডিজিটাল প্লাটফর্মে (ইউটিউব চ্যানেলে) দেখা যাবে খেলা।

২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। এ ছাড়া তিন ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।

বিজনেস বাংলাদেশ/একে

নতুন কর্মসূচি ঘোষণা ‍দিয়েছে কোটা আন্দোলনকারীরা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ টিভিতে দেখাবে না, যেভাবে দেখবেন

প্রকাশিত : ০১:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪

অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ শুরু হওয়ার অপেক্ষা। আগামীকাল (বৃহস্পতিবার) হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডেতে দুই দল মুখোমুখি হচ্ছে। তবে বহুল আকাঙ্ক্ষিত সিরিজটি দেখা যাবে না কোনো টেলিভিশনে।

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবারও ঢাকার মাঠ অ্যালিসা হিলিদের পদাচরণায় মুখর।

নারী ক্রিকেট হলেও অস্ট্রেলিয়া নারী দলের সফর বাংলাদেশের জন্য বড় ঘটনা। অজি মেয়েদের ট্যুরটি নিয়ে এরই মধ্যে সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরুষ ক্রিকেটারদের মতোই দেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। এমনকী সিরিজটি ঢাকায় আয়োজন করার কারণে একই সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা জাতীয় দলের সিরিজ থাকায় সেটি নেওয়া হয়েছে ঢাকার বাইরে। পর্যায়ক্রমে সিলেট ও চট্টগ্রামে হচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজটি।

জানা গেছে, বিসিবি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি ঢাকায় আয়োজন করতে চেয়েছিল। নিগার সুলতানা জ্যোতিরাও মিরপুরে খেলতে চেয়েছিল। যাতে মাঠে দর্শকদের সমর্থন ভালো পাওয়া যায়। অবশ্য এমন আকাঙ্ক্ষিত সিরিজটি টিভি পর্দায় দেখা যাচ্ছে না। গণমাধ্যমের খবর, দেশের কোনো টিভি চ্যানেল সিরিজটির সম্প্রচার স্বত্ব কেনেনি। তবে বিসিবির ডিজিটাল প্লাটফর্মে (ইউটিউব চ্যানেলে) দেখা যাবে খেলা।

২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। এ ছাড়া তিন ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।

বিজনেস বাংলাদেশ/একে