০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

অষ্ট্রেলিয়ার অপর্ণ ঘোষের ‘মায়া জীবন’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • 195

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী অভিনেত্রী অপর্ণা ঘোষ বিয়ের পর জাপানেই বসবাস করছেন স্বামীর সঙ্গে। ২০২২ সালে তার মা হঠাৎ অসুস্থ হয়ে যাবার পর তিনি দ্রæত দেশে আসেন। বেশকিছুদিন তার মা একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মা’য়ের হঠাৎ মৃত্যুর পর ভীষণ ভেঙ্গে পড়েছিলেন অপর্ণা ঘোষ।

পরবর্তীতে আবার জাপান চলে যান তিনি। তবে অপর্ণা’র সান্ত¡না এতোটুকু যে তিনি তার মায়ের মৃত্যুর আগে তার নিজের কাজের স্বীকৃতি স্বরূপ তার মায়ের হাতে ২০২২ সালের মা দিবস-এ ‘গরবিনী মা’ সম্মাননা তুলে দিতে পেরেছিলেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ আয়োজিত ‘গরবিনী মা সম্মাননা ২০২২’-এ ভ‚ষিত হয়েছিলেন অপর্ণা’র মা।

নিজে যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভ‚ষিত হয়ে ভীষণ খুশী হয়েছিলেন অপর্ণা তার চেয়েও যেন মায়ের হাতে ‘গরবিনী মা’ সম্মাননা তুলে দিতে পেরে ভীষণ খুশী হয়েছিলেন অপর্ণা। এরইমধ্যে অপর্ণা জানান অষ্ট্রেলিয়ার সিডনীতে একটি নাটকের কাজ শেষ হয়েছে। তবে তাতে তিনি অভিনয় করেননি।

অভিনয় না করেও কীভাবে আছেন তিনি, তা জানতে হলে নাটকটি প্রচারের সময দেখতে হবে। নাটকের নাম ‘মায় জীবন’। নাটকটি মাজনুন মিজানের গল্প ও পরিচালনায় অপর্ণা ঘোষ এতে মাজনুন মিজানের স্ত্রীর ভ‚মিকায় আছেন।

আগামী ঈদে একটি চ্যানেলে প্রচার হবে নাটকটি। অপর্ণার মিডিয়াতে পথচলা শুরু ২০০৬ সাল থেকে। তার অভিনীত প্রথম সিনেমা ছিলো মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর তাকে ‘মৃত্তিকা মায়া’,‘ মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’,‘ গÐি’, ‘ভুবন মাঝি’ সিনেমায় অভিনয়ে দেখা গেছে।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

অষ্ট্রেলিয়ার অপর্ণ ঘোষের ‘মায়া জীবন’

প্রকাশিত : ০৭:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী অভিনেত্রী অপর্ণা ঘোষ বিয়ের পর জাপানেই বসবাস করছেন স্বামীর সঙ্গে। ২০২২ সালে তার মা হঠাৎ অসুস্থ হয়ে যাবার পর তিনি দ্রæত দেশে আসেন। বেশকিছুদিন তার মা একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মা’য়ের হঠাৎ মৃত্যুর পর ভীষণ ভেঙ্গে পড়েছিলেন অপর্ণা ঘোষ।

পরবর্তীতে আবার জাপান চলে যান তিনি। তবে অপর্ণা’র সান্ত¡না এতোটুকু যে তিনি তার মায়ের মৃত্যুর আগে তার নিজের কাজের স্বীকৃতি স্বরূপ তার মায়ের হাতে ২০২২ সালের মা দিবস-এ ‘গরবিনী মা’ সম্মাননা তুলে দিতে পেরেছিলেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ আয়োজিত ‘গরবিনী মা সম্মাননা ২০২২’-এ ভ‚ষিত হয়েছিলেন অপর্ণা’র মা।

নিজে যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভ‚ষিত হয়ে ভীষণ খুশী হয়েছিলেন অপর্ণা তার চেয়েও যেন মায়ের হাতে ‘গরবিনী মা’ সম্মাননা তুলে দিতে পেরে ভীষণ খুশী হয়েছিলেন অপর্ণা। এরইমধ্যে অপর্ণা জানান অষ্ট্রেলিয়ার সিডনীতে একটি নাটকের কাজ শেষ হয়েছে। তবে তাতে তিনি অভিনয় করেননি।

অভিনয় না করেও কীভাবে আছেন তিনি, তা জানতে হলে নাটকটি প্রচারের সময দেখতে হবে। নাটকের নাম ‘মায় জীবন’। নাটকটি মাজনুন মিজানের গল্প ও পরিচালনায় অপর্ণা ঘোষ এতে মাজনুন মিজানের স্ত্রীর ভ‚মিকায় আছেন।

আগামী ঈদে একটি চ্যানেলে প্রচার হবে নাটকটি। অপর্ণার মিডিয়াতে পথচলা শুরু ২০০৬ সাল থেকে। তার অভিনীত প্রথম সিনেমা ছিলো মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর তাকে ‘মৃত্তিকা মায়া’,‘ মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’,‘ গÐি’, ‘ভুবন মাঝি’ সিনেমায় অভিনয়ে দেখা গেছে।

বিজনেস বাংলাদেশ/BH