২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান আয়োজনে থাকছে : সকাল ৭:৩০ মিনিটে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরুতে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গান। সকাল ৯:৪৫ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তৃতীয় মাত্রা-এর বিশেষ পর্ব, উপস্থাপনা করেছেন ফরিদুর রেজা সাগর। এ পর্বে অংশ নিয়েছেন মামুনুর রশীদ, হৃদি হক এবং শহীদুল আলম সাচ্চু। দুপুর ১২:৩০ অনন্যা রুমার প্রযোজনায় ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন এর বিশেষ পর্ব। দুপুর ১:০৫ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার চ্যানেল আইতে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত বাংলা চলচ্চিত্র দুঃসাহসী খোকা। রাত ৭:৫০ নাহিদুল ইসলাম ও নূর ইমরান মিঠু এর রচনা ও নূর ইমরান মিঠু এর পরিচালনায় বিশেষ নাটক আধাঁরে আভা। রাত ১০:৩০ মিনিটে মুকিত মজুমদার বাবু-এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান বিপন্ন প্রকৃতি ১৯৭১।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















