এই বিবশ দুপুরে
ঘুম আনা মৃদু বাতাসের সাথে
শুকনো পাতা ঝরে পড়ে।
পাতার মত করে করোটি হতে
ঝরে পড়ে পুরোনা কিছু স্মৃতি
তারপর লুটোপুটি খায়
ধূলোময় ধূসর ঘাসে
তাতে মিশে যায়
ঘূর্ণিবাতাস, খাঁখাঁ রোদ
কিছু দীর্ঘশ্বাস, কিছু হতাশা।
তারপর ভেঙেচুরে ঘুম আসে
ঘুমিয়ে যায় কষ্টরা
ঘুমিয়ে যায় স্বপ্নেরা।
এ এমন সময় যখন বাতাসে
দীর্ঘশ্বাস ভেসে বেড়ায়
এ এমন সময় যখন
ক্লান্তিতে চোখ বুঁজে আসে।
চারদিকে পড়ে আছে শুকনো পাতা
হতাশা ঘেরা পুরোনো স্বপ্নের মত
পা পড়লেই মচমচ ভেঙে যায়
তবুও অনেকের মত আমারও অপেক্ষা
বৃষ্টি আসলেই গজাবে নতুন পাতা।