০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

পূজা ব্যানার্জির নায়ক জায়েদ খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • 127

ঈদের আগে নতুন খবর দিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। এবার ভারতের পূজা ব্যানার্জির নায়ক হচ্ছেন তিনি। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ নিজেই। ঈদের ‘সোনার চর’ সিনেমা মুক্তির পাশাপাশি বিগ বাজেটের নতুন সিনেমা নিয়েও উচ্ছ্বসিত এ নায়ক।

এক ফেসবুক পোস্টে পূজার সঙ্গে নিজের নিউ লুকের ছবি দিয়ে লিখেছেন, বিড়ি খাইলে হয় ক্যানসার। সব প্রশ্নের থাকে না এ্যন্সার। রাত আটটার কিছু পর একই রকম পোস্ট ফেসবুকে করেছেন পূজাও।

নায়কের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ বলেন, `পূজা ছাড়া আর অনেক চমক থাকছে সিনেমায়। বিগ ধামাকা আসছে। আমার ভক্তরা এ সিনেমাটি নিয়ে গর্ব করবে। আমি কাজের প্রতি এখন অনেক বেশি মনোযোগী সামনে আরও ভালো কাজ দর্শক দেখতে পাবেন। নতুন ছবিটি নিয়ে আমি খুব আশাবাধী। ইন্ডাস্ট্রির ভালো সিনেমার খোরাক মেটাবে আমার ও পূজার এ সিনেমাটি।

তিনি আরও বলেন, সিনেমাটি নিয়ে বাকি আপডেট শিগগিরই আপনাদের জানানো হবে।

 

 

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

বিগত সময়ে সবচেয়ে বেশি অপরাধ ও অন্যায় করা হয়েছে সাতক্ষীরায়: ডা. শফিকুর রহমান

পূজা ব্যানার্জির নায়ক জায়েদ খান

প্রকাশিত : ০৯:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ঈদের আগে নতুন খবর দিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। এবার ভারতের পূজা ব্যানার্জির নায়ক হচ্ছেন তিনি। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ নিজেই। ঈদের ‘সোনার চর’ সিনেমা মুক্তির পাশাপাশি বিগ বাজেটের নতুন সিনেমা নিয়েও উচ্ছ্বসিত এ নায়ক।

এক ফেসবুক পোস্টে পূজার সঙ্গে নিজের নিউ লুকের ছবি দিয়ে লিখেছেন, বিড়ি খাইলে হয় ক্যানসার। সব প্রশ্নের থাকে না এ্যন্সার। রাত আটটার কিছু পর একই রকম পোস্ট ফেসবুকে করেছেন পূজাও।

নায়কের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ বলেন, `পূজা ছাড়া আর অনেক চমক থাকছে সিনেমায়। বিগ ধামাকা আসছে। আমার ভক্তরা এ সিনেমাটি নিয়ে গর্ব করবে। আমি কাজের প্রতি এখন অনেক বেশি মনোযোগী সামনে আরও ভালো কাজ দর্শক দেখতে পাবেন। নতুন ছবিটি নিয়ে আমি খুব আশাবাধী। ইন্ডাস্ট্রির ভালো সিনেমার খোরাক মেটাবে আমার ও পূজার এ সিনেমাটি।

তিনি আরও বলেন, সিনেমাটি নিয়ে বাকি আপডেট শিগগিরই আপনাদের জানানো হবে।

 

 

বিজনেস বাংলাদেশ/BH