০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পরিপক্কতা

  • Z R Zia
  • প্রকাশিত : ০৪:০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • 61

ছবি সংগৃহীত

বয়সের যে সীমারেখার পর
প্রেম বা ভালোবাসায় মত
নতুন করে কোন কিছুতে
জড়িয়ে পড়ার আর কোন
সম্ভাবনা থাকে না
সেই সীমারেখা কবেই ছুঁয়ে এসেছি।

এখন কেউ যদি বলে ভালোবাসি
ভাল যে লাগে না তা নয়
তবে বিপরীতে বলা হয়ে উঠে না
আমিও।

এই যে সায় না দেয়া
বা পা বাড়িয়ে এগিয়ে না যাওয়া
এটা কিন্তু অসমর্থতা নয়
এটা কে বলা যেতে পারে পরিপক্কতা।

না না
কোন ব্যর্থতা নয়
কারও প্রতি অভিযোগ বা অভিমানে নয়
সময়ই সবাইকে পরিপক্ক করে।

তাই বলে ইচ্ছে যে হয় না
তাতো নয়
ইচ্ছে কে দমন করতে হয়।

যারা সময়ে সমৃদ্ধ হয় না
যারা সময়ে পরিপক্কতা পায় না
তারা জড়িয়ে যেতে পারে
তারা দুঃসাহসিক
তাদের জন্য শুভ কামনা।

স্বীকার করছি
তাদের মত সাহসী নই
আসলে সবসময় সব সাহস
দেখাতে হয় না।

এই যে না পারা
এই না পারায় কোন গ্লানি নেই
আছে একরাশ তৃপ্ততা।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

পরিপক্কতা

প্রকাশিত : ০৪:০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বয়সের যে সীমারেখার পর
প্রেম বা ভালোবাসায় মত
নতুন করে কোন কিছুতে
জড়িয়ে পড়ার আর কোন
সম্ভাবনা থাকে না
সেই সীমারেখা কবেই ছুঁয়ে এসেছি।

এখন কেউ যদি বলে ভালোবাসি
ভাল যে লাগে না তা নয়
তবে বিপরীতে বলা হয়ে উঠে না
আমিও।

এই যে সায় না দেয়া
বা পা বাড়িয়ে এগিয়ে না যাওয়া
এটা কিন্তু অসমর্থতা নয়
এটা কে বলা যেতে পারে পরিপক্কতা।

না না
কোন ব্যর্থতা নয়
কারও প্রতি অভিযোগ বা অভিমানে নয়
সময়ই সবাইকে পরিপক্ক করে।

তাই বলে ইচ্ছে যে হয় না
তাতো নয়
ইচ্ছে কে দমন করতে হয়।

যারা সময়ে সমৃদ্ধ হয় না
যারা সময়ে পরিপক্কতা পায় না
তারা জড়িয়ে যেতে পারে
তারা দুঃসাহসিক
তাদের জন্য শুভ কামনা।

স্বীকার করছি
তাদের মত সাহসী নই
আসলে সবসময় সব সাহস
দেখাতে হয় না।

এই যে না পারা
এই না পারায় কোন গ্লানি নেই
আছে একরাশ তৃপ্ততা।

বিজনেস বাংলাদেশ/DS