যাচ্ছি ছেড়ে তোমার শহর
আমার নীড়ের পানে
নিয়ে যাচ্ছি কিছু স্মৃতি
বুক পকেটে করে।
তোমার শহরে আসতে দিলে
কয়েকটা দিন থাকতে দিলে
এটাই অনেক পাওয়া
তোমার সাথে কথা হয়নি
একটু খানি দেখা হয়নি
হোক আগামীর চাওয়া।
তোমার আকাশে ভেসে চলা
ধূসর খন্ড মেঘবালিকা
কাব্য হয়ে এক বিকেলে
আমার আকাশ ছোঁবে
তোমার সাথে তাতেই আমার
মনের দেখা হবে।
অভিমানের মেঘ জমলে
বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলায়
আমায় মনে করো
সুখের সাথী নাই বা হলাম
দুঃখ ভাগী হবো।
চলার পথে
কোন একদিন
হয়তো দেখা হবে
সেদিন তুমি চিনবে কি না
মনে সংশয় জাগে ।


























