মাঝে মাঝে আমি
ফুলেদের সাথে কথা বলি
কখনো ওদের কথার মনযোগী শ্রোতা হই
কখনো হয়তো শুধু তাকিয়ে থাকি।
মাঝে মাঝে আমি
ফুলেদের বর্ণিলতায় ডুবে যাই
কখনোবা মিষ্টি ঘ্রাণে ভেসে যাই
ভুলে যাই প্রাক্তন কোন কষ্ট
আনমনে বুনি নতুন স্বপ্ন।
কখনো হয়তো
শুধু একটু ছুঁয়ে দেই
তুলতুলে শিশুর মত
তাতেই হেসে উঠে ফুল।
কখনো হয়তো চমকে দিতে
সংগোপনে ফোটে কোন ফুল
তার দিকে তাকিয়ে
ভুলে যাওয়া যায় প্রিয় প্রাক্তন
‘ভুলবো না’ বলে দেয়া পুরাতন কথা
নতুন করে দিতে পারি নতুন কথা।
ফুলেদের সাথে এই যে সংযোগ
তাতে আছে নিখাঁদ বন্ধুত্ব
আছে আস্থা, যত্ন আর প্রেম
মানব সত্তায় প্রেমিকাও প্রতারক হয়
ফুলের রাজ্যে কোন প্রতারনা নেই।


























