রাজধানীর হাতিরঝিলের লেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।
অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিল রামপুরা ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/একে





















