০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

নিঃশর্ত প্রেমিক

  • Z R Zia
  • প্রকাশিত : ০৫:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • 231

ছবি-সংগৃহীত

আমাকে পেতে চাও বলছো
তার আগে নিজেকে প্রশ্ন করো
কত টুকো পেতে চাও
কিভাবে পেতে চাও
আমাকে পেতে নিজেকে
কতটা তৈরী করেছো!

আমাকে পেতে হলে
পূর্ণ আমাকে নিতে হবে
আধখানা আমাকে নিলে
আমাকে পাবে না
আমাকে পেতে হলে
নিজেকে তৈরি হতে হবে
আমাকে ধারণ করার মত করে।

আমি পূর্ণ নই
এ আমার অকপট স্বীকারোক্তি
আমাকে পেলে তোমাকেও
অপূর্ণতায় ভুগতে হবে।

মোহাবিষ্ট হলে
আমাকে চেয়ো না
তারচেয়ে কিছুদিন অপেক্ষা করো
মোহ হলে আপনাতে কেটে যাবে।

তুমি মনে হয়
শুধু সুন্দর সবকিছু দেখছো
অসুন্দর অনেক কিছু আমার আছে
আমাকে পেতে হলে
অসুন্দরও সাথী হবে।

পুরোটা আমাকে চিনতে চেয়ো না
আমিই আমাকে চিনি না
পুরোটা আমাকে বুঝতে চেয়ো না
আমিই আমাকে বুঝি না।

আমাকে পেতে হলে
তোমাকে নিঃশর্ত ভাবে
আজীবন শুধু প্রেমিক থাকতে হবে।

এবার নিজেকে প্রশ্ন করো
কত টুকো পেতে চাও
কিভাবে পেতে চাও
আমাকে পেতে নিজেকে
কতটা তৈরী করেছো!

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :

সিসি ক্যামেরা থাকা ভোটকেন্দ্র নিয়ে ইসির নির্দেশনা

নিঃশর্ত প্রেমিক

প্রকাশিত : ০৫:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

আমাকে পেতে চাও বলছো
তার আগে নিজেকে প্রশ্ন করো
কত টুকো পেতে চাও
কিভাবে পেতে চাও
আমাকে পেতে নিজেকে
কতটা তৈরী করেছো!

আমাকে পেতে হলে
পূর্ণ আমাকে নিতে হবে
আধখানা আমাকে নিলে
আমাকে পাবে না
আমাকে পেতে হলে
নিজেকে তৈরি হতে হবে
আমাকে ধারণ করার মত করে।

আমি পূর্ণ নই
এ আমার অকপট স্বীকারোক্তি
আমাকে পেলে তোমাকেও
অপূর্ণতায় ভুগতে হবে।

মোহাবিষ্ট হলে
আমাকে চেয়ো না
তারচেয়ে কিছুদিন অপেক্ষা করো
মোহ হলে আপনাতে কেটে যাবে।

তুমি মনে হয়
শুধু সুন্দর সবকিছু দেখছো
অসুন্দর অনেক কিছু আমার আছে
আমাকে পেতে হলে
অসুন্দরও সাথী হবে।

পুরোটা আমাকে চিনতে চেয়ো না
আমিই আমাকে চিনি না
পুরোটা আমাকে বুঝতে চেয়ো না
আমিই আমাকে বুঝি না।

আমাকে পেতে হলে
তোমাকে নিঃশর্ত ভাবে
আজীবন শুধু প্রেমিক থাকতে হবে।

এবার নিজেকে প্রশ্ন করো
কত টুকো পেতে চাও
কিভাবে পেতে চাও
আমাকে পেতে নিজেকে
কতটা তৈরী করেছো!

বিজনেস বাংলাদেশ/DS