০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

একাকীত্ব

  • Z R Zia
  • প্রকাশিত : ০৬:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • 44

ছবি -সংগৃহীত

গ্রীষ্মের এই বিবশ দুপুরে
দেশ জুড়ে খরতাপ বয়ে যায়
লু হাওয়ায় পুড়ে যায় সবুজ পাতা
শূণ্যতা লুটোপুটি খায়
হাহাকার করে অপূর্ণতা
কোথাও যেন কেউ নেই
একাকীত্ব রাজত্ব করে সবটুকু জুড়ে
চারদিকে অসীম শূণ্যতা।

চারদিকে ব্যস্ত সবাই
গ্রীষ্মের প্রবল খরতাপে
প্রেম উড়ে যায় বাস্তবতায়
স্বপ্ন পুড়ে গিয়ে ছাই হয়
কেউ থাকে না অপেক্ষায়
কেউ রাখে না ভাবনায়
অভিযোগ অনুযোগের কেউ নেই
প্রেষণা পাই না ফেরার
কোন পিছুটান টানে না আমায়।

প্রতারক প্রিয়জন চলে যায়
উপভোগ্য একাকীত্ব দিয়ে যায়
প্রতারিত পোড়া মনের কাছে
তার দেয়া উপহার যেন মনিহার
আগলে রাখা যায় হাজারো বছর
এমন প্রখর খরতাপের কঠোর দিনে
একাকীত্বে ডুবা যায়
একাকীত্বে ভাসা যায়
এমন প্রখর খরতাপের কঠোর রাতে
তাকে একাকী ভাবা যায়
নিভৃতে ভালোবাসা যায়।

ট্যাগ :
জনপ্রিয়

ফের রিজার্ভ চুরির খবর ভারতীয় গণমাধ্যমে, যা বলছে বাংলাদেশ ব্যাংক

একাকীত্ব

প্রকাশিত : ০৬:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

গ্রীষ্মের এই বিবশ দুপুরে
দেশ জুড়ে খরতাপ বয়ে যায়
লু হাওয়ায় পুড়ে যায় সবুজ পাতা
শূণ্যতা লুটোপুটি খায়
হাহাকার করে অপূর্ণতা
কোথাও যেন কেউ নেই
একাকীত্ব রাজত্ব করে সবটুকু জুড়ে
চারদিকে অসীম শূণ্যতা।

চারদিকে ব্যস্ত সবাই
গ্রীষ্মের প্রবল খরতাপে
প্রেম উড়ে যায় বাস্তবতায়
স্বপ্ন পুড়ে গিয়ে ছাই হয়
কেউ থাকে না অপেক্ষায়
কেউ রাখে না ভাবনায়
অভিযোগ অনুযোগের কেউ নেই
প্রেষণা পাই না ফেরার
কোন পিছুটান টানে না আমায়।

প্রতারক প্রিয়জন চলে যায়
উপভোগ্য একাকীত্ব দিয়ে যায়
প্রতারিত পোড়া মনের কাছে
তার দেয়া উপহার যেন মনিহার
আগলে রাখা যায় হাজারো বছর
এমন প্রখর খরতাপের কঠোর দিনে
একাকীত্বে ডুবা যায়
একাকীত্বে ভাসা যায়
এমন প্রখর খরতাপের কঠোর রাতে
তাকে একাকী ভাবা যায়
নিভৃতে ভালোবাসা যায়।