০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

তোমাদের পাপ

  • Z R Zia
  • প্রকাশিত : ০৫:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • 57

ছবি সংগৃহীত

এই যে দাবদাহ, অনাবৃষ্টি
এসব তোমাদের পাপ
সাদরে ডেকে আনা
অশুভ, অনাসৃষ্টি।

সবুজ বৃক্ষের ছায়া
ভাবোনি পাখির কথা
এতটুকু করোনি মায়া
উজাড় করেছো সব।

বিবেক হেরে গেছে
নিদারুণ লোভের কাছে।

অনাবৃষ্টিতে ভুগছে দেশ
দাবদাহে পুড়ছে সব
এসব তোমাদের পাপ
সাদরে ডেকে আনা
অশুভ, অনাসৃষ্টি।

বর্তমান প্রাধান্য দিতে তোমরা
গলা টিপে হত্যা করেছো ভবিষ্যৎ।

দুঃখ প্রকাশ করো
অতীতের কাছে
দুঃখ প্রকাশ করো
পাখির কাছে।

আবার আগের মত
সবকিছু ফিরে পেতে হলে
ফিরে যেতে হবে বৃক্ষের কাছে
ফিরিয়ে আনতে হবে
সেই আগের পরিবেশ
ভালো বাসতে হবে
ভালো রাখতে হবে প্রতিবেশ।

পাপ মুক্ত হতে
আবার প্রকৃতিকে ভালোবেসে
তোমাদের প্রায়শ্চিত্ত করতে হবে।

নইলে অবরুদ্ধ চুল্লির দাবদাহে
পুড়বে, জ্বলবে
হঠাৎ অনাহুত বন্যায়
ভাসবে, ডুববে
তারপর বিলম্বিত অনুতপ্ততায়
ভিজবে অশ্রু জলে।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

তোমাদের পাপ

প্রকাশিত : ০৫:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

এই যে দাবদাহ, অনাবৃষ্টি
এসব তোমাদের পাপ
সাদরে ডেকে আনা
অশুভ, অনাসৃষ্টি।

সবুজ বৃক্ষের ছায়া
ভাবোনি পাখির কথা
এতটুকু করোনি মায়া
উজাড় করেছো সব।

বিবেক হেরে গেছে
নিদারুণ লোভের কাছে।

অনাবৃষ্টিতে ভুগছে দেশ
দাবদাহে পুড়ছে সব
এসব তোমাদের পাপ
সাদরে ডেকে আনা
অশুভ, অনাসৃষ্টি।

বর্তমান প্রাধান্য দিতে তোমরা
গলা টিপে হত্যা করেছো ভবিষ্যৎ।

দুঃখ প্রকাশ করো
অতীতের কাছে
দুঃখ প্রকাশ করো
পাখির কাছে।

আবার আগের মত
সবকিছু ফিরে পেতে হলে
ফিরে যেতে হবে বৃক্ষের কাছে
ফিরিয়ে আনতে হবে
সেই আগের পরিবেশ
ভালো বাসতে হবে
ভালো রাখতে হবে প্রতিবেশ।

পাপ মুক্ত হতে
আবার প্রকৃতিকে ভালোবেসে
তোমাদের প্রায়শ্চিত্ত করতে হবে।

নইলে অবরুদ্ধ চুল্লির দাবদাহে
পুড়বে, জ্বলবে
হঠাৎ অনাহুত বন্যায়
ভাসবে, ডুববে
তারপর বিলম্বিত অনুতপ্ততায়
ভিজবে অশ্রু জলে।

বিজনেস বাংলাদেশ/DS