আমার কাছে গল্প শুনে
মেঘেরা সব দেখতে এলো
তোমার কাছে ভীড় জমালো।
সকাল হতে বৃষ্টি হলো
প্রকৃতি শীতল হলো
সবার মন শান্ত হলো।
তারপর চাঁদ উঠলো
আশপাশ আলোয় ভাসলো
তাতে তোমার মন ভিজলো।
তারপর ঝিঁঝি ডাকলো
তোমার চোখের ঘুম পালালো
ঘুরতে খুব ইচ্ছে হলো।
তুমি আমার হাত ধরলে
পাশাপাশি সঙ্গ দিলাম
সারারাত শহর ঘুরলাম।
তুমি আমায় গান শুনালে
সারারাত জেগে রইলে
ভোর রাতে ঘরে ফিরলে।
সাক্ষী রইলো ঝিঁঝিপোকা
সাক্ষী হলো চাঁদের আলো
তুমি আমার কাছে ছিলে।