১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ট্রেলারে সানি লিওন হয়ে ওঠার গল্প

ভক্তদের জন্য সানি লিওনের নতুন কোনও খবর যেন তার জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দেয়। তারকার ব্যক্তিগত জীবন নিয়ে এই আগ্রহের মাত্রা সীমানা ছাড়ায়। একে একে নিজের মুখ থেকেই বেরিয়ে আসে তাদের খবর। এবার সাবেক এই পর্নো তারকা জানিয়েছেন তার জীবনের নতুন এক গল্প। সানি লিওনের জীবনের নানান অজানা তথ্য নিয়ে তৈরি হয়েছে তার এই বায়োপিক।

কাহিনীতে আর পাঁচ জনের মতোই শিখ পরিবার বড় হচ্ছিল মেয়েটা। কিছু রক্ষণশীলতা থাকলেও এর মাঝেই নিজের মতো করে আনন্দ খুঁজে নিত সে। প্রথম আঘাতটা আসে বন্ধুদের থেকে। সে শুনল, সে অসুন্দর। কান্নাটা বদলে গেল রাগে। রাগটা পরিণত হল জেদে। এরপর সুন্দর হওয়ার লড়াইয়ে নামল মেয়েটি।

ম্যাগাজিন কভারে ছাপা হল মেয়েটির ছোট পোশাক পরা ছবি। যার কারণে বাড়িতে তুমুল অশান্তি শুরু হয়। তাতে তার থোড়াই কেয়ার…! মেয়েটি ধীরে ধীরে জড়িয়ে পড়ল পর্ন ইন্ডাস্ট্রিতে। তারপর সে দুনিয়া থেকে ছুটি নিয়ে ঝাঁপিয়ে পড়ল বলি ইন্ডাস্ট্রিতে। এ গল্প হয়তো বলিউডের কিছু মানুষ জানেন। তিনি আজকের সানি লিওন। সেনসেশন তৈরি করা এই নামটার পেছনে লুকিয়ে আছে একটি গল্প। এবার যা প্রকাশ্যে। ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজে জানা যাবে সানির সেই অজানা গল্প। সদ্য মুক্তি পেল এর ট্রেলার।

বলিউড মহলের প্রায় সকলেই এখন তাকে একডাকে চেনেন। সানি এখন অভিনয় করছেন, করছেন সঞ্চালনা। তিন সন্তানের মা সানি এক সময় পর্ন তারকার পেশা ছেড়ে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন। কিন্তু সানির এই জার্নি খুব একটা সহজ ছিল না।

একেবারে পাশের বাড়ির মেয়ের ইমেজ থেকে কেন তিনি পর্নোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন? কানাডাবাসী মধ্যবিত্ত এক শিখ পরিবারের মেয়ে কীভাবে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা তৈরি করেছিলেন? কী ভাবে তা থেকে বেরিয়ে বলিউড মেনস্ট্রিমে জায়গা করে নিলেন?

এ সব নিয়ে সাধারণ দর্শকের কৌতূহল মেটাবে ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজ। নির্মাতাদের তেমনটাই দাবি।

দেখুন আজকের সনি লিওনের গল্পের এক ঝলক

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

ট্রেলারে সানি লিওন হয়ে ওঠার গল্প

প্রকাশিত : ০৩:২৭:২১ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮

ভক্তদের জন্য সানি লিওনের নতুন কোনও খবর যেন তার জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দেয়। তারকার ব্যক্তিগত জীবন নিয়ে এই আগ্রহের মাত্রা সীমানা ছাড়ায়। একে একে নিজের মুখ থেকেই বেরিয়ে আসে তাদের খবর। এবার সাবেক এই পর্নো তারকা জানিয়েছেন তার জীবনের নতুন এক গল্প। সানি লিওনের জীবনের নানান অজানা তথ্য নিয়ে তৈরি হয়েছে তার এই বায়োপিক।

কাহিনীতে আর পাঁচ জনের মতোই শিখ পরিবার বড় হচ্ছিল মেয়েটা। কিছু রক্ষণশীলতা থাকলেও এর মাঝেই নিজের মতো করে আনন্দ খুঁজে নিত সে। প্রথম আঘাতটা আসে বন্ধুদের থেকে। সে শুনল, সে অসুন্দর। কান্নাটা বদলে গেল রাগে। রাগটা পরিণত হল জেদে। এরপর সুন্দর হওয়ার লড়াইয়ে নামল মেয়েটি।

ম্যাগাজিন কভারে ছাপা হল মেয়েটির ছোট পোশাক পরা ছবি। যার কারণে বাড়িতে তুমুল অশান্তি শুরু হয়। তাতে তার থোড়াই কেয়ার…! মেয়েটি ধীরে ধীরে জড়িয়ে পড়ল পর্ন ইন্ডাস্ট্রিতে। তারপর সে দুনিয়া থেকে ছুটি নিয়ে ঝাঁপিয়ে পড়ল বলি ইন্ডাস্ট্রিতে। এ গল্প হয়তো বলিউডের কিছু মানুষ জানেন। তিনি আজকের সানি লিওন। সেনসেশন তৈরি করা এই নামটার পেছনে লুকিয়ে আছে একটি গল্প। এবার যা প্রকাশ্যে। ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজে জানা যাবে সানির সেই অজানা গল্প। সদ্য মুক্তি পেল এর ট্রেলার।

বলিউড মহলের প্রায় সকলেই এখন তাকে একডাকে চেনেন। সানি এখন অভিনয় করছেন, করছেন সঞ্চালনা। তিন সন্তানের মা সানি এক সময় পর্ন তারকার পেশা ছেড়ে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন। কিন্তু সানির এই জার্নি খুব একটা সহজ ছিল না।

একেবারে পাশের বাড়ির মেয়ের ইমেজ থেকে কেন তিনি পর্নোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন? কানাডাবাসী মধ্যবিত্ত এক শিখ পরিবারের মেয়ে কীভাবে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা তৈরি করেছিলেন? কী ভাবে তা থেকে বেরিয়ে বলিউড মেনস্ট্রিমে জায়গা করে নিলেন?

এ সব নিয়ে সাধারণ দর্শকের কৌতূহল মেটাবে ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজ। নির্মাতাদের তেমনটাই দাবি।

দেখুন আজকের সনি লিওনের গল্পের এক ঝলক