০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

বনসাই

  • Z R Zia
  • প্রকাশিত : ০৬:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • 79

ছবি সংগৃহীত

যাপিত জীবনের কাছে
অনেক চাওয়া ছিল
হয়তো কিছু পেয়েছি
হয়তো কিছু পাইনি।

চাওয়াগুলোকে বনসাই এর মত করে
সংক্ষিপ্ত করে ফেলেছি
ছোট কিন্তু পরিপাটি
এখন নিজেকে সমৃদ্ধ লাগে।

প্রাপ্তির প্রতিযোগিতায় নেই
অহেতুক ভাব নেই
অপ্রাপ্তিতে কোন আক্ষেপ নেই
অপূর্ণতায় কোন অভিযোগ নেই।

তবুও মাঝে মাঝে
অতীতে আক্রান্ত হই
শূণ্যতায় আবর্তিত হই
বুক জুড়ে হাহাকারবোধ পুষে রাখি।

সীমাবদ্ধতা উত্তরণে
এখন আমি পাখিদের ভালোবাসি
ফুলেদের আদর করি
কবিতার ক্যানভাসে রঙীন স্বপ্ন বুনি।

আমি এখন সব কথা
সবুজ বৃক্ষের কাছে বলি
নিজেকে গুটিয়ে নিয়ে দেখছি
চারদিকে অপার্থিব শান্তি।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :

বনসাই

প্রকাশিত : ০৬:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

যাপিত জীবনের কাছে
অনেক চাওয়া ছিল
হয়তো কিছু পেয়েছি
হয়তো কিছু পাইনি।

চাওয়াগুলোকে বনসাই এর মত করে
সংক্ষিপ্ত করে ফেলেছি
ছোট কিন্তু পরিপাটি
এখন নিজেকে সমৃদ্ধ লাগে।

প্রাপ্তির প্রতিযোগিতায় নেই
অহেতুক ভাব নেই
অপ্রাপ্তিতে কোন আক্ষেপ নেই
অপূর্ণতায় কোন অভিযোগ নেই।

তবুও মাঝে মাঝে
অতীতে আক্রান্ত হই
শূণ্যতায় আবর্তিত হই
বুক জুড়ে হাহাকারবোধ পুষে রাখি।

সীমাবদ্ধতা উত্তরণে
এখন আমি পাখিদের ভালোবাসি
ফুলেদের আদর করি
কবিতার ক্যানভাসে রঙীন স্বপ্ন বুনি।

আমি এখন সব কথা
সবুজ বৃক্ষের কাছে বলি
নিজেকে গুটিয়ে নিয়ে দেখছি
চারদিকে অপার্থিব শান্তি।

বিজনেস বাংলাদেশ/DS