ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক অসহায় পরিবারকে মারধর করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওনা গেছে এলাকার দুই যুবকের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ মে শনিবার উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের হত দরিদ্র মোতালিব মিয়া (৫৫) ও তার স্ত্রী রোজিয়া বেগম (৪৮) প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে ছিলেন। তাদের ঘুমে থাকার বিষয়টি টের পেয়ে এলাকার ফারুক (৪০) ও ইয়ামিন (৩০) ঘরে ডুকে ওয়ারড্রপে থাকা নগদ ৯২ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদের বাঁধা দিলে তারা ঘরের কর্তা মোতালিব ও তার স্ত্রী রেজিয়াকে মারধর করে।
এসময় রেজিয়ার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও কানে থাকা স্বর্ণের দোল কানের লতি ছিরে নিয়ে যায় তারা।
এসময় তাদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলেও দুই সন্ত্রাসীকে আটক করতে পারেনি। তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত রেজিয়া কে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
পরে ৫ মে রবিবার দুপুরে নবীনগর থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী অসহায় পরিবারটি।
এ বিষয়ে নবীনগর থানার ডিওটি অফিসার এস আই মহিউদ্দিন জানান, এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















