বিআরটিসির চেয়াম্যান মোঃ তাজুল ইসলাম বলেন, প্রশিক্ষণ ও পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি। যার মাধ্যমে টিওটি প্রশিক্ষণার্থীগণ কার্য সম্পাদন বিষয়ে বাস্তব জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং দক্ষ চালক তৈরিতে ভূমিকা রাখতে পারবে।
বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র প্রধান কার্যালয়ের সভাকক্ষে ড্রাইভার্স টেকনিক্যাল কোম্পানী লিমিটেড এর ৩৬ জন নারী প্রশিক্ষণার্থীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিআরটিসির চেয়্যারম্যান।
তিনি আরও বলেন, ড্রাইভারকে শতভাগ পারফেক্ট হতে হবে। প্রশিক্ষণের কোয়ালিটির দিকে আমাদের আরও গুরুত্ব দিতে হবে। একটা সময় বিআরটিসিতে প্রশিক্ষণের কোন যন্ত্রপাতি ছিলোনা এখন সবই আছে। মেয়েদের কাছের পরিবেশ ছিলোনা এখন অফিসে প্রবেশ করতেই সবাই মনে করে বিআরটিসি একটি কর্পোরেট অফিস।
সমাপনি অনুষ্ঠানে কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে টিওটি প্রশিক্ষণার্থীগণ যোগ্যতা ও নৈপুণ্য বৃদ্ধির মাধ্যমে দক্ষতার সাথে কার্য সম্পাদন করতে পারবে। পরিচালক (অর্থ, হিসাব ও অপারেশন) ড. অনুপম সাহা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে টিওটি প্রশিক্ষণার্থীরা আরও দক্ষ হয়ে উঠবে এবং বাস্তব প্রতিফলন ঘটাতে পারবে। বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, চেয়ারম্যানের আন্তরিক প্রচেষ্টা ও দূরদর্শী চিন্তার ফসল আমাদের বর্তমান স্মার্ট বিআরটিসি। টিওটি প্রশিক্ষণার্থীদের এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রকৌশলী ফাতেমা বেগম বলেন, বিআরটিসি অত্যন্ত দক্ষতার সাথে এ টিওটি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছে। উন্মুক্ত আলোচনায় নারী টিওটি প্রশিক্ষণার্থ ফাতেমাতুজজোহরা বলেন, বিআরটিসি থেকে প্রশিক্ষণ নিতে পেরে আমরা গর্বিত। নারী প্রশিক্ষক হিসেবে চালক ভাইয়েরা আমাদের খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। আগ্রহের সাথে তারা আমাদের কাছে প্রশিক্ষণ নিয়ে খুবই আনন্দিত। প্রধানমন্ত্রী একজন নারী হিসেবে আমাদের যথেষ্ট সহযোগীতা করে আসছে। বিআরটিসিকে অসংখ্য ধন্যবাদ জানাই তার নারী প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করে একটি মাইলফলক তৈরি করেছেন। আমরা নতুন ড্রাইভারদের মাঝে আচার-আচারণ ও রাস্তায় চলাচলে ট্রাফিক ব্যবস্থার আইন কানুন সম্পর্কে স্পষ্ট ধারনা দিয়ে থাকি। আমরা আশা করছি, দেশে পরিবহন খাতে শতভাগ শিক্ষিত ড্রাইভারদের আগমন হবে। ভবিৎষতে আমরা ড্রাইভারদেরকে বলবো ‘ড্রাইভার সাহেব’। তাদেরকে আমরা সম্মান দিয়ে কথা বলবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআরটিসি’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সদস্যগণ, টিওটি’র প্রশিক্ষণার্থীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























