রাজৈর(মাদারীপুর)প্রতিনিধি: রাজৈর-কোটালীপাড়া আঞ্চলিক সড়কের গাছ ফেলে বাস ডাকাতির সময় মাদারীপুর রাজৈরে দেশীয় অস্ত্র ও ডাকাতি করা মালামাল সহ কামাল পহলান ওরফে সিএনজি কামাল নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে রাজৈর থানার পুলিশ। গতকাল রাত ২ টার সময় রাজৈর-কোটালীপাড়া আঞ্চলিক সড়কের ভেন্নাবাড়ি নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য জানান এবং জেলহাজতে প্রেরন করেন।
ডাকাত কামালের কাছ থেকে একটি ধারালো ছ্যানদা, ডাকাতি করা ৪ টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ, গাজীপুর, বরগুনা ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মোট ৮ টি ডাকাতি মামলা রয়েছে।





















