১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

রাজৈরে কুখ্যাত ডাকাত কামাল গ্রেফতার

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

রাজৈর(মাদারীপুর)প্রতিনিধি: রাজৈর-কোটালীপাড়া আঞ্চলিক সড়কের গাছ ফেলে বাস ডাকাতির সময় মাদারীপুর রাজৈরে দেশীয় অস্ত্র ও ডাকাতি করা মালামাল সহ কামাল পহলান ওরফে সিএনজি কামাল নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে রাজৈর থানার পুলিশ। গতকাল রাত ২ টার সময় রাজৈর-কোটালীপাড়া আঞ্চলিক সড়কের ভেন্নাবাড়ি নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য জানান এবং জেলহাজতে প্রেরন করেন।

ডাকাত কামালের কাছ থেকে একটি ধারালো ছ্যানদা, ডাকাতি করা ৪ টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ, গাজীপুর, বরগুনা ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মোট ৮ টি ডাকাতি মামলা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

রাজৈরে কুখ্যাত ডাকাত কামাল গ্রেফতার

প্রকাশিত : ০৫:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

রাজৈর(মাদারীপুর)প্রতিনিধি: রাজৈর-কোটালীপাড়া আঞ্চলিক সড়কের গাছ ফেলে বাস ডাকাতির সময় মাদারীপুর রাজৈরে দেশীয় অস্ত্র ও ডাকাতি করা মালামাল সহ কামাল পহলান ওরফে সিএনজি কামাল নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে রাজৈর থানার পুলিশ। গতকাল রাত ২ টার সময় রাজৈর-কোটালীপাড়া আঞ্চলিক সড়কের ভেন্নাবাড়ি নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য জানান এবং জেলহাজতে প্রেরন করেন।

ডাকাত কামালের কাছ থেকে একটি ধারালো ছ্যানদা, ডাকাতি করা ৪ টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ, গাজীপুর, বরগুনা ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মোট ৮ টি ডাকাতি মামলা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/BH