০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

কবি

  • Z R Zia
  • প্রকাশিত : ০৫:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • 71

ছবি সংগৃহীত

যে কোন লেখায়
আমি সবসময় তোমার কথা বলি
সাথে হয়তো কোন ফুলের কথা
পাতার কথা বলি।

নান্দনিকতা
বাস্তবতায় ধূসর হয়ে যায়।

কবিরা বিশুদ্ধ প্রাণ
আমি কখনো কবি হতে চাইনি।

কবিরা বুকের গভীরে ডুব দিয়ে
হৃদপিণ্ডের অলিগলিতে
সন্তর্পণে ঢুকে যেতে পারে
তুলে আনতে পারে
দুঃখ গাঁথা
সুখ স্মৃতি।

কবিরা আমাদের অতীত জানে
কবিরা আমাদের প্রাক্তনকে চেনে।

যে কথা আমি বলতে চাই
বলতে পারিনি
বুকের মধ্যে নিয়ে
একা একা বয়ে বেড়াই
তারপর একদিন দেখি
কোন কবি কোন কবিতায়
আমার না বলা সে কথা লিখে রেখেছে।

কবিরা অনেক কথা এক লাইনে
অনায়াসে বলে দেয়
কবিরা অজানা অচেনা অন্যকে
ধারণ করে নিজের মধ্যে।

কবিতার লাইন উৎকীর্ণ হয়
প্রেমপত্রে
মিছিলে স্লোগানে
দেয়ালে দেয়ালে।

আমি কোন বিশুদ্ধ প্রাণ নই
আমি কোন কবি নই
অন্য কারও কোন কথা নয়
অন্য কারও ভাবনা নয়
আমি শুধু তোমার কথা লিখি
সাথে হয়তো কোন ফুলের কথা
পাতার কথা বলি।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :

কবি

প্রকাশিত : ০৫:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

যে কোন লেখায়
আমি সবসময় তোমার কথা বলি
সাথে হয়তো কোন ফুলের কথা
পাতার কথা বলি।

নান্দনিকতা
বাস্তবতায় ধূসর হয়ে যায়।

কবিরা বিশুদ্ধ প্রাণ
আমি কখনো কবি হতে চাইনি।

কবিরা বুকের গভীরে ডুব দিয়ে
হৃদপিণ্ডের অলিগলিতে
সন্তর্পণে ঢুকে যেতে পারে
তুলে আনতে পারে
দুঃখ গাঁথা
সুখ স্মৃতি।

কবিরা আমাদের অতীত জানে
কবিরা আমাদের প্রাক্তনকে চেনে।

যে কথা আমি বলতে চাই
বলতে পারিনি
বুকের মধ্যে নিয়ে
একা একা বয়ে বেড়াই
তারপর একদিন দেখি
কোন কবি কোন কবিতায়
আমার না বলা সে কথা লিখে রেখেছে।

কবিরা অনেক কথা এক লাইনে
অনায়াসে বলে দেয়
কবিরা অজানা অচেনা অন্যকে
ধারণ করে নিজের মধ্যে।

কবিতার লাইন উৎকীর্ণ হয়
প্রেমপত্রে
মিছিলে স্লোগানে
দেয়ালে দেয়ালে।

আমি কোন বিশুদ্ধ প্রাণ নই
আমি কোন কবি নই
অন্য কারও কোন কথা নয়
অন্য কারও ভাবনা নয়
আমি শুধু তোমার কথা লিখি
সাথে হয়তো কোন ফুলের কথা
পাতার কথা বলি।

বিজনেস বাংলাদেশ/DS