০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিল্পী সমিতি ছাড়ছেন ওমর সানী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে চাচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন জনপ্রিয় নায়ক ওমর সানী। শনিবার (২৫ মে) দুপুর ১২টায় ফেসবুক স্ট্যাটাসে তিনি এই কথা জানান। ওমর সানী লিখেন, ‘ আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসাবে থাকতে চাচ্ছি না, আমি কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাবো। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।

গত ১৯ এপ্রিল শেষ হল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেই নির্বাচন ঘিরে বরাবরই উত্তেজনা তুঙ্গে। নিপুণের রিটের পর ডিপজলের পদ স্থগিত। ডিপজল-নিপুণ ইস্যুতে মন্তব্য করে আলোচনায় সংগঠনটির সহ-সভাপতি ডিএ তায়েব। কারণ, নিপুণের বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হতে পারেও বলে জানান তায়েব। এ দিকে গাবতলীর গরুর হাটে শিল্পীদের কাজের প্রস্তাব ডিপজলের সব মিলিয়ে অনেক শিল্পীই বিব্রত হচ্ছেন। অনেকে ধারনা করছেন সঙ্গ কারণেই শিল্পী সমিতি থেকে সরে যেতে জনপ্রিয় নায়ক ওমর সানী।

ওমর সানী বর্তমানে চাপওয়ালা নিয়ে ব্যস্ত রয়েছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডেডবডি’

নব্বই দশকের একজন বহুল আলোচিত অভিনেতা ওমর সানী। প্রকৃত নাম মোহাম্মদ ওমর সানী। দর্শকের কাছে ওমর সানী নামেই খ্যাত। একদিকে তিনি যেমন অনেক ব্যবসাসফল সিনেমার অভিনেতা অন্যদিকে ইন্ডাস্ট্রির বাইরের আলোচনায়ও থাকতেন সরব। এরপর সেই চলচ্চিত্র জীবনের ওপরে যেন চিরকালের নীরবতার চাদর বিছিয়ে দিয়েছেন তিনি।

১৯৯২ সালে নুর হোসেন বলাইর ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি। একদিকে জীবনের প্রথম সিনেমাটি করলেন ‘এই নিয়ে সংসার’ অন্যদিকে তার পরের সিনেমাটিই করলেন ‘দোলা’। যে ‘দোলা’ প্রতিটি সংসার জীবনের জন্যই অপরিহার্য। কাকতালীয় হলেও সত্য যে, সানীর জীবনের প্রথম করা এই দুটো সিনেমায় তার ব্যক্তিজীবনেও দারুণ প্রভাব ফেলে। জীবনের এই দ্বিতীয় সিনেমাটিতেই জুটিবদ্ধ হয়েছিলেন মৌসুমীর সঙ্গে সানী। ‘এই নিয়ে সংসার’ এবং ‘দোলা’ এই দুটো ঘটনা যেন রূপকের মতো হয়ে ধরা দিল সানীর জীবনে। ফলে ওই দুটো সিনেমার সমন্বয়ে যেন তাদের বাস্তবজীবনেও ধরা দিল ‘এই নিয়ে সংসার’ এবং ‘দোলা’।

সেইসূত্রে সানী ব্যবসাসফল সিনেমার অভিনেতাই নন, পাশাপাশি একজন সফল অভিনেত্রী মৌসুমীর সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের অধিকারীও। মোহাম্মদ ওমর সানী এবং আরিফা পারভিন জামান মৌসুমী নামের এই বৈবাহিক জুটি বলতে গেলে দেশের সিনেমায় প্রায় বিরলই।

 

ট্যাগ :

শিল্পী সমিতি ছাড়ছেন ওমর সানী

প্রকাশিত : ০৬:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে চাচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন জনপ্রিয় নায়ক ওমর সানী। শনিবার (২৫ মে) দুপুর ১২টায় ফেসবুক স্ট্যাটাসে তিনি এই কথা জানান। ওমর সানী লিখেন, ‘ আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসাবে থাকতে চাচ্ছি না, আমি কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাবো। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।

গত ১৯ এপ্রিল শেষ হল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেই নির্বাচন ঘিরে বরাবরই উত্তেজনা তুঙ্গে। নিপুণের রিটের পর ডিপজলের পদ স্থগিত। ডিপজল-নিপুণ ইস্যুতে মন্তব্য করে আলোচনায় সংগঠনটির সহ-সভাপতি ডিএ তায়েব। কারণ, নিপুণের বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হতে পারেও বলে জানান তায়েব। এ দিকে গাবতলীর গরুর হাটে শিল্পীদের কাজের প্রস্তাব ডিপজলের সব মিলিয়ে অনেক শিল্পীই বিব্রত হচ্ছেন। অনেকে ধারনা করছেন সঙ্গ কারণেই শিল্পী সমিতি থেকে সরে যেতে জনপ্রিয় নায়ক ওমর সানী।

ওমর সানী বর্তমানে চাপওয়ালা নিয়ে ব্যস্ত রয়েছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডেডবডি’

নব্বই দশকের একজন বহুল আলোচিত অভিনেতা ওমর সানী। প্রকৃত নাম মোহাম্মদ ওমর সানী। দর্শকের কাছে ওমর সানী নামেই খ্যাত। একদিকে তিনি যেমন অনেক ব্যবসাসফল সিনেমার অভিনেতা অন্যদিকে ইন্ডাস্ট্রির বাইরের আলোচনায়ও থাকতেন সরব। এরপর সেই চলচ্চিত্র জীবনের ওপরে যেন চিরকালের নীরবতার চাদর বিছিয়ে দিয়েছেন তিনি।

১৯৯২ সালে নুর হোসেন বলাইর ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি। একদিকে জীবনের প্রথম সিনেমাটি করলেন ‘এই নিয়ে সংসার’ অন্যদিকে তার পরের সিনেমাটিই করলেন ‘দোলা’। যে ‘দোলা’ প্রতিটি সংসার জীবনের জন্যই অপরিহার্য। কাকতালীয় হলেও সত্য যে, সানীর জীবনের প্রথম করা এই দুটো সিনেমায় তার ব্যক্তিজীবনেও দারুণ প্রভাব ফেলে। জীবনের এই দ্বিতীয় সিনেমাটিতেই জুটিবদ্ধ হয়েছিলেন মৌসুমীর সঙ্গে সানী। ‘এই নিয়ে সংসার’ এবং ‘দোলা’ এই দুটো ঘটনা যেন রূপকের মতো হয়ে ধরা দিল সানীর জীবনে। ফলে ওই দুটো সিনেমার সমন্বয়ে যেন তাদের বাস্তবজীবনেও ধরা দিল ‘এই নিয়ে সংসার’ এবং ‘দোলা’।

সেইসূত্রে সানী ব্যবসাসফল সিনেমার অভিনেতাই নন, পাশাপাশি একজন সফল অভিনেত্রী মৌসুমীর সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের অধিকারীও। মোহাম্মদ ওমর সানী এবং আরিফা পারভিন জামান মৌসুমী নামের এই বৈবাহিক জুটি বলতে গেলে দেশের সিনেমায় প্রায় বিরলই।