০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

কানে ভাবনার খোলামেলা পোশাক নিয়ে যা বললেন অঞ্জনা

বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিজ উদ্যোগেই যোগ দিয়েছেলেন কান উৎসবে। কারণ নিজেকে একটু ভিন্নরূপে উপস্থাপন করা। এ জন্য একেক দিন একেক ডিজাইনের আকর্ষণীয় পোশাক পরেছেন। বাহারি পোশাকে উৎসবের কয়েক দিন লাল গালিচায় গিয়ে ছবি তুলেছেন। তার পোশাক নিয়ে যেমন আলোচনা হয়েছে, একই সঙ্গে তীব্র সমালোচনাও ধেয়ে এসেছে ভাবনার দিকে।

এবার পোশাক নিয়ে ভাবনাকেই যেন খোঁচা দিলেন সিনিয়র অভিনেত্রী অঞ্জনা রহমান। তিনি জানিয়েছেন, অর্ধেক উন্মুক্ত পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়, সামাজিক মাধ্যমে এমন মত দিয়েছেন অঞ্জনা।

বুধবার (২৯ মে) সন্ধ্যায় ফেসবুকে অঞ্জনা লেখেন, ‘কান ফেস্টিভ্যালে নিজেকে অত্যাধুনিকভাবে প্রেজেন্ট করতে গিয়ে, এ দেশের কয়েকজন নামধারী নায়িকা এমন পোশাকে নিজেকে জনসম্মুখে আবির্ভূত করেছেন, যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী, যার মধ্য বিন্দু পরিমাণ শিল্পসত্ত্বা বিদ্যমান, তিনি এমন খোলামেলা পোশাকে নিজেকে এবং নিজের দেশীয় সংস্কৃতিকে অপমান করতে পারেন না। খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। বাঙালি সংস্কৃতি–কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ নেই, সে আবার কিসের শিল্পী।’

ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করলেও তিনি যে ভাবনাকেই খোঁচা দিয়েছেন তা বুঝতে সমস্যা হয়নি নেটিজেনদের।

আনুষ্ঠানিক পর্দা নামল কান চলচ্চিত্র উৎসবের। ১৪ মে ভূমধ্যসাগরের তীরে বসেছিল ১২ দিন ব্যাপী ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের আসর। যা পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই উৎসবের ৭৭তম আসর শেষ হয়েছে শনিবার (২৫ মে)।

বিজনেস বাংলাদেশ/BH

 

ট্যাগ :

কানে ভাবনার খোলামেলা পোশাক নিয়ে যা বললেন অঞ্জনা

প্রকাশিত : ০৬:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিজ উদ্যোগেই যোগ দিয়েছেলেন কান উৎসবে। কারণ নিজেকে একটু ভিন্নরূপে উপস্থাপন করা। এ জন্য একেক দিন একেক ডিজাইনের আকর্ষণীয় পোশাক পরেছেন। বাহারি পোশাকে উৎসবের কয়েক দিন লাল গালিচায় গিয়ে ছবি তুলেছেন। তার পোশাক নিয়ে যেমন আলোচনা হয়েছে, একই সঙ্গে তীব্র সমালোচনাও ধেয়ে এসেছে ভাবনার দিকে।

এবার পোশাক নিয়ে ভাবনাকেই যেন খোঁচা দিলেন সিনিয়র অভিনেত্রী অঞ্জনা রহমান। তিনি জানিয়েছেন, অর্ধেক উন্মুক্ত পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়, সামাজিক মাধ্যমে এমন মত দিয়েছেন অঞ্জনা।

বুধবার (২৯ মে) সন্ধ্যায় ফেসবুকে অঞ্জনা লেখেন, ‘কান ফেস্টিভ্যালে নিজেকে অত্যাধুনিকভাবে প্রেজেন্ট করতে গিয়ে, এ দেশের কয়েকজন নামধারী নায়িকা এমন পোশাকে নিজেকে জনসম্মুখে আবির্ভূত করেছেন, যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী, যার মধ্য বিন্দু পরিমাণ শিল্পসত্ত্বা বিদ্যমান, তিনি এমন খোলামেলা পোশাকে নিজেকে এবং নিজের দেশীয় সংস্কৃতিকে অপমান করতে পারেন না। খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। বাঙালি সংস্কৃতি–কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ নেই, সে আবার কিসের শিল্পী।’

ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করলেও তিনি যে ভাবনাকেই খোঁচা দিয়েছেন তা বুঝতে সমস্যা হয়নি নেটিজেনদের।

আনুষ্ঠানিক পর্দা নামল কান চলচ্চিত্র উৎসবের। ১৪ মে ভূমধ্যসাগরের তীরে বসেছিল ১২ দিন ব্যাপী ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের আসর। যা পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই উৎসবের ৭৭তম আসর শেষ হয়েছে শনিবার (২৫ মে)।

বিজনেস বাংলাদেশ/BH