০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

সাবালেঙ্কাকে বিদায় করে সেমিতে রুশ কিশোরী আন্দ্রেভা

2WCPTMT Melbourne, Australia. 17th Jan, 2024. Mirra Andreeva of Russia celebrates winning her 2nd round match against Ons Jabeur of Tunisia on Day 4 of the 2024 Australian Open at Melbourne Park in Melbourne, Wednesday, January 17, 2024. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING, EDITORIAL USE ONLY Credit: Australian Associated Press/Alamy Live News

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পৌঁছে দারুণ চমক সৃষ্টি করেছেন রাশিয়ার ১৭ বছর বয়সী কিশোরী মিরা আন্দ্রেভা। ক্যারিয়ারের সবচেয়ে দামি জয় পেয়েছেন তিনি বিশ্বের দুই নম্বর নারী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে।

প্রথম সেটের মাঝখানে চিকিৎসাদের সঙ্গে কথা বলতে দেখা গেছে দ্বিতীয় বাছাই সাবালেঙ্কাকে। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তিনি এক সময় ম্যাচ থেকে অবসর নেওয়ার কথাও বিবেচনা করেছিলেন।

বিশ্বের ৩৮ নম্বর খেলোয়াড় আন্দ্রেভা বেশ লড়াইয়ের পর ৬-৭(৫-৭), ৬-৪ ও ৬-৪ সেটে জয়ী হন বেলারুশের সাবালেঙ্কার বিরুদ্ধে।

১৯৯৭ সালের পর এই প্রথম এতো অল্প বয়সী খেলোয়াড় হিসেবে গ্রান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন আন্দ্রেভা। ওই বছর ইউএস ওপেনের শেষ চারে উঠেছিলেন ১৭ বছর বয়সী মার্টিনা হিঙ্গিস।

সেমিফাইনালে আন্দ্রেভা খেলবেন জেসমিন পাওলিনির বিপক্ষে। বুধবার চতুর্থ বাছাই ইতালির পাওলিনি শেষ আটের ম্যাচে এলেনা রাইবাকিনার বিপক্ষে জয়লাভ করেন।

ম্যাচ জেতার পর আন্দ্রেভা বলেন, ‘সত্যি বলতে আমি ম্যাচের আগে খুবই নার্ভাস ছিলাম, আমি জানতাম সাবালেঙ্কা ফেভারিট। আমার একটি পরিকল্পনা ছিল। আমি শুধু আমার মতো করে খেলার চেষ্টা করেছি।’

আন্দ্রেভা এর আগে দুই বার সাবালেঙ্কার মুখোমুখি হন এবং উভয় ম্যাচেই পরাজিত হন।

সাবালেঙ্কা ২০২২ সালের ফ্রেঞ্চ ওপেনের পর এই প্রথম গ্রান্ড স্লামে সেমিফাইনালের আগেই পরাজিত হলেন।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

সাবালেঙ্কাকে বিদায় করে সেমিতে রুশ কিশোরী আন্দ্রেভা

প্রকাশিত : ০৭:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পৌঁছে দারুণ চমক সৃষ্টি করেছেন রাশিয়ার ১৭ বছর বয়সী কিশোরী মিরা আন্দ্রেভা। ক্যারিয়ারের সবচেয়ে দামি জয় পেয়েছেন তিনি বিশ্বের দুই নম্বর নারী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে।

প্রথম সেটের মাঝখানে চিকিৎসাদের সঙ্গে কথা বলতে দেখা গেছে দ্বিতীয় বাছাই সাবালেঙ্কাকে। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তিনি এক সময় ম্যাচ থেকে অবসর নেওয়ার কথাও বিবেচনা করেছিলেন।

বিশ্বের ৩৮ নম্বর খেলোয়াড় আন্দ্রেভা বেশ লড়াইয়ের পর ৬-৭(৫-৭), ৬-৪ ও ৬-৪ সেটে জয়ী হন বেলারুশের সাবালেঙ্কার বিরুদ্ধে।

১৯৯৭ সালের পর এই প্রথম এতো অল্প বয়সী খেলোয়াড় হিসেবে গ্রান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন আন্দ্রেভা। ওই বছর ইউএস ওপেনের শেষ চারে উঠেছিলেন ১৭ বছর বয়সী মার্টিনা হিঙ্গিস।

সেমিফাইনালে আন্দ্রেভা খেলবেন জেসমিন পাওলিনির বিপক্ষে। বুধবার চতুর্থ বাছাই ইতালির পাওলিনি শেষ আটের ম্যাচে এলেনা রাইবাকিনার বিপক্ষে জয়লাভ করেন।

ম্যাচ জেতার পর আন্দ্রেভা বলেন, ‘সত্যি বলতে আমি ম্যাচের আগে খুবই নার্ভাস ছিলাম, আমি জানতাম সাবালেঙ্কা ফেভারিট। আমার একটি পরিকল্পনা ছিল। আমি শুধু আমার মতো করে খেলার চেষ্টা করেছি।’

আন্দ্রেভা এর আগে দুই বার সাবালেঙ্কার মুখোমুখি হন এবং উভয় ম্যাচেই পরাজিত হন।

সাবালেঙ্কা ২০২২ সালের ফ্রেঞ্চ ওপেনের পর এই প্রথম গ্রান্ড স্লামে সেমিফাইনালের আগেই পরাজিত হলেন।

বিজনেস বাংলাদেশ/BH