০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

নতুন কোরিওগ্রাফি ‘অরণ্যা’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘রুম্‌ ঝুম্‌ রুম ঝুম্‌ কে বাজায় জল-ঝুম্‌ঝুমি, চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি’র আদলে ‘অরণ্যা’ নামের একটি নতুন কোরিওগ্রাফি নির্মিত হয়েছে।

এটি নির্মাণ করেছে তুরঙ্গমী রেপারটরি ড্যান্স থিয়েটার। এটির মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন তুরঙ্গমীর শিল্প নির্দেশক পূজা সেনগুপ্ত। পরিবেশনায় আছে তুরঙ্গমীর শিল্পীরা।

পূজা সেনগুপ্ত বলেন, ‘পহেলা শ্রাবণ উপলক্ষে এটি নির্মাণ করা হয়েছে। গানটি জাতীয় কবি নজরুল ইসলাম সৃষ্ট নির্ঝরিণী রাগের ওপর। নাচটি প্রচারিত হবে চ্যানেল চ্যানেল আইয়ে।’

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

নতুন কোরিওগ্রাফি ‘অরণ্যা’

প্রকাশিত : ০৯:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘রুম্‌ ঝুম্‌ রুম ঝুম্‌ কে বাজায় জল-ঝুম্‌ঝুমি, চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি’র আদলে ‘অরণ্যা’ নামের একটি নতুন কোরিওগ্রাফি নির্মিত হয়েছে।

এটি নির্মাণ করেছে তুরঙ্গমী রেপারটরি ড্যান্স থিয়েটার। এটির মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন তুরঙ্গমীর শিল্প নির্দেশক পূজা সেনগুপ্ত। পরিবেশনায় আছে তুরঙ্গমীর শিল্পীরা।

পূজা সেনগুপ্ত বলেন, ‘পহেলা শ্রাবণ উপলক্ষে এটি নির্মাণ করা হয়েছে। গানটি জাতীয় কবি নজরুল ইসলাম সৃষ্ট নির্ঝরিণী রাগের ওপর। নাচটি প্রচারিত হবে চ্যানেল চ্যানেল আইয়ে।’