০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

নিস্পৃহ

  • Z R Zia
  • প্রকাশিত : ১২:৪৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • 236

ছবি সংগৃহীত

এ এমন সময়
যখন বাতাসে
দীর্ঘশ্বাস ভেসে বেড়ায়।

এ এমন সময়
স্বপ্ন নয়
ক্রোধ নয়
নিস্পৃহতা গ্রাস করে
পুরোটা আমি জুড়ে।

রেমালের তান্ডব বয় বোক
হরিণেরা ভেসে যায় যাক
প্রেয়সী প্রতারক হয় হোক
টাকাগুলো উড়ে যায় যাক।

নষ্টরা সবকিছু দখলে নিক না নিক
মধ্যপ্রাচ্যে সত্যি সত্যি যুদ্ধ বাধুক না বাধুক
আমাজন পুড়ুক বা জ্বলুক
কিছুতেই কিছু নয়
যখন খুব করে জানা হয়
আমি ছাড়া আমার আর কেউ নয়।

ভালোবাসা বাসি মিছে
কথা দেয়া
হাত ছোঁয়া
সময়ের স্রোত
চারদিকে ওঁৎপেতে প্রতারক।

সবকিছু গিয়েছি চিনে
সবকিছু গিয়েছি বুঝে
শুধু আমিই আমার
আর সবকিছু পর।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

নিস্পৃহ

প্রকাশিত : ১২:৪৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

এ এমন সময়
যখন বাতাসে
দীর্ঘশ্বাস ভেসে বেড়ায়।

এ এমন সময়
স্বপ্ন নয়
ক্রোধ নয়
নিস্পৃহতা গ্রাস করে
পুরোটা আমি জুড়ে।

রেমালের তান্ডব বয় বোক
হরিণেরা ভেসে যায় যাক
প্রেয়সী প্রতারক হয় হোক
টাকাগুলো উড়ে যায় যাক।

নষ্টরা সবকিছু দখলে নিক না নিক
মধ্যপ্রাচ্যে সত্যি সত্যি যুদ্ধ বাধুক না বাধুক
আমাজন পুড়ুক বা জ্বলুক
কিছুতেই কিছু নয়
যখন খুব করে জানা হয়
আমি ছাড়া আমার আর কেউ নয়।

ভালোবাসা বাসি মিছে
কথা দেয়া
হাত ছোঁয়া
সময়ের স্রোত
চারদিকে ওঁৎপেতে প্রতারক।

সবকিছু গিয়েছি চিনে
সবকিছু গিয়েছি বুঝে
শুধু আমিই আমার
আর সবকিছু পর।

বিজনেস বাংলাদেশ/DS