এদিকে আজও তাপদাহ
ওদিকে তুমি বৃষ্টি ভিজছো
নিউজফিড ভরে গেছে
বৃষ্টি স্নাত মুগ্ধ লাগা
শাড়ী পরা তুমিতে।
এক মুঠো বৃষ্টি পাঠাও
সাথে একটু কোমল ছোঁয়া
গায়ের গন্ধও মিশিয়ে দিও।
রেখে দিবো শিশিতে করে
আগের দিনে মায়েরা যেমন
শিকেয় তুলে যত্ন করে
তেলের বোতল ঝুলিয়ে দিতো।
তাপদাহে দগ্ধ হয়ে
মাঝে মাঝে শিশি খুলে
তপ্ত গায়ে বৃষ্টি মাখবো
তোমার গায়ের গন্ধ পাবো
তাতেই খুব শীতল হবো।
দেখতে দেখতে বর্ষা এলো
তোমার ওখানে বৃষ্টি হলো
পাতা ভিজলো
ফুল ভিজলো
তুমি ভিজলে
সাথে তোমার শাড়ী ভিজলো।
এখানে সবাই তাকিয়ে রইলো
আকাশে যদি মেঘ জমতো
যদি খুব বৃষ্টি হতো
বেশ করে ভেজা যেতো।
এক মুঠো বৃষ্টি পাঠাও
সাথে একটু কোমল ছোঁয়া
গায়ের গন্ধও মিশিয়ে দিও।