বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) লুজার বা দরপতনের শীর্ষে ওঠে এসছে বিডি অটোকারস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির ২৫ দশমিক ৩৭ শতাংশ দরপতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিডি আটোকারস লিমিটেডের শেয়ার প্রতিদিন গড়ে ৬ কোটি ৯ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা লেনদেন হয়েছে। পুরো সপ্তাহের কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৪৮ লাখ ২৭ হাজার টাকা।
এদিকে, ১৯ দশমিক ৫৯ শতাংশ দর কমে লুজার তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছে লিবরা ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির দৈনিক গড়ে ৩ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির ১৬ কোটি ৯৬ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রান) শেয়ার দর ১৯ দশমিক ১০ শতাংশ কমে লুজার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৫২ হাজার ৮০০ টাকা।
সপ্তাহ শেষে মোট লেনদেন হয়েছে ১৮ কোটি ৯২ লাখ ৬৪ হাজার টাকা। এছাড়া লুজার তালিকায় উঠে আসা কোম্পানির মধ্যে রয়েছে- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ার দর ১৫ দশমিক ৬৪ শতাংশ কমেছে। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, কোম্পানিটির শেয়ার দর ১২ দশমিক ৬৬ শতাংশ কমেছে। ওয়াটা কেমিক্যালস লিমিটেড, কোম্পানিটির শেয়ার দর ১২ দশমিক ২৬ শতাংশ কমেছে।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ১২ দশমিক ২৬ শতাংশ, আজিজ পাইপ লিমিটেডের দর ১১ দশমিক ৮৪ শতাংশ, রেইনউইক যজ্ঞেশ্বর কোম্পানির দর ১১ দশমিক ৫৪ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের দর ১০ দশমিক ৮৩ শতাংশ কমে লুজার তালিকায় এসেছে।

























