১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

গণঅভ্যুত্থানের পর স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম মহানগর

গণঅভ্যুত্থানের পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম মহানগরের জনজীবন। সড়কে অফিসগামী মানুষের আধিক্য বাড়লেও গণপরিবহন ছিল স্বাভাবিক অবস্থার তুলনায় কম। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে মহানগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন চিত্র। নগরে সরেজমিন ঘুরে দেখা যায়, মহানগরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা অফিসগামী যাত্রীদের। গণপরিবহন কম থাকায় অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে যাত্রা করেন অনেকে। অল্প কিছু পরিবহন চলতেছে তাও আবার ভাড়া বেশি দাবি করছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে, অফিস আদালত খুললেও উপস্থিতি কম দেখা গেছে। এছাড়া, স্কুল কলেজেও ছিল না শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি। এর আগে গণঅভ্যুত্থানের পর মহানগরের বিভিন্ন এলাকায় বিজয় উল্লাস করে সাধারণ মানুষ। এসময় মহানগরে বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি পুলিশ বক্স সহ থানা ভাঙচুর করা হয়। উল্লেখ্য আজ বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ (মঙ্গলবার) বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই : নবাগত জেলা প্রশাসক

গণঅভ্যুত্থানের পর স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম মহানগর

প্রকাশিত : ০২:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

গণঅভ্যুত্থানের পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম মহানগরের জনজীবন। সড়কে অফিসগামী মানুষের আধিক্য বাড়লেও গণপরিবহন ছিল স্বাভাবিক অবস্থার তুলনায় কম। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে মহানগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন চিত্র। নগরে সরেজমিন ঘুরে দেখা যায়, মহানগরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা অফিসগামী যাত্রীদের। গণপরিবহন কম থাকায় অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে যাত্রা করেন অনেকে। অল্প কিছু পরিবহন চলতেছে তাও আবার ভাড়া বেশি দাবি করছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে, অফিস আদালত খুললেও উপস্থিতি কম দেখা গেছে। এছাড়া, স্কুল কলেজেও ছিল না শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি। এর আগে গণঅভ্যুত্থানের পর মহানগরের বিভিন্ন এলাকায় বিজয় উল্লাস করে সাধারণ মানুষ। এসময় মহানগরে বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি পুলিশ বক্স সহ থানা ভাঙচুর করা হয়। উল্লেখ্য আজ বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ (মঙ্গলবার) বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে।