০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

শেরপুরে ভারেরা খালের ব্রিজ ভেঙে দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নে ভারেরা এলাকার গ্ৰামবাসির সূত্রে জানা গেছে,প্রথমে খালটি সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান খনন করে পরে ২০১০ সালে শেরপুরে -৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল খালের উপর ব্রিজে নির্মাণ করেন।২০১৭দিকে উজান থেকে পাহাড়ি ঢল নেমে এসে পানির স্রোতে প্রথম পিলারের মাটি ধসে ব্রিজটি পিলার সহ ব্রিজের প্রথম অংশ ভেঙে পড়েছে, দুর্ভোগে পড়েছেন গোশাইপুর ইউনিয়নে ভারেরা এলাকার গ্ৰামবাসি ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩আগস্ট)ভারেরা এলাকার গোশাইপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক ইউপি সদস্য মোঃ আঃ জলিল বলেন এই ব্রিজটি ভাঙছে প্রায় সাত বছর হলো, ভাঙ্গা ব্রিজে একটি মহিলালোক মারা গেছে, ব্রিজটি ভাঙ্গার পরে উপজেলা চেয়ারম্যান দেখে গেল, ইঞ্জিনিয়ার এসে দেখে গেল আজ পর্যন্ত কোন কাজ হলো না। ব্রিজটি এভাবে রয়েছে কেউ কোন কাজ করে না,ব্রিজ ভাঙ্গা কারণে এই পাড় আর ওই পাড়ের লোকজনের চলাফেরার খুবই খাড়াপ অবস্থা হয়েছে।

একই এলাকার মোঃ নুর ইসলাম জানান যে ব্রিজটি ভাঙছে প্রায় সাত বছর আমাদের যাতায়াত করতে খুবই কষ্ট হয়েছে,আমরা সরকারের কাছে দাবি জানাই ব্রিজটি দূরত্ব ঠিক করে দেয়।গ্ৰামবাসির পক্ষ থেকে বাবুল মিয়া বলেছেন যে সাত বছর ধরে ব্রিজটি ভাঙছে এবং ভাঙ্গা ব্রিজ থেকে পড়ে একটি মহিলা মারা গেছে আর অনেক মানুষ আহত হয়েছে,পরে আমাদের মেম্বারের সাথে যোগাযোগ করে এবং আমরা গ্ৰামবাসি চাঁদা ধরে ব্রিজটিতে বাঁশের খুঁটি পুঁতে ব্রিজটি মেরামত করেছি,ব্রিজটি ভাঙ্গার কারণে ওপাড় থেকে আবাদ মৌসুম করা ও ফসল পাড় করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।আমরা সরকারের কাছে আবেদন করছি ব্রিজটি তাড়াতাড়ি ঠিক করে দেয়।

 

বিজনেস বাংলাদেশ/এমএফ

জনপ্রিয়

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই : নবাগত জেলা প্রশাসক

শেরপুরে ভারেরা খালের ব্রিজ ভেঙে দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা

প্রকাশিত : ০৯:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নে ভারেরা এলাকার গ্ৰামবাসির সূত্রে জানা গেছে,প্রথমে খালটি সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান খনন করে পরে ২০১০ সালে শেরপুরে -৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল খালের উপর ব্রিজে নির্মাণ করেন।২০১৭দিকে উজান থেকে পাহাড়ি ঢল নেমে এসে পানির স্রোতে প্রথম পিলারের মাটি ধসে ব্রিজটি পিলার সহ ব্রিজের প্রথম অংশ ভেঙে পড়েছে, দুর্ভোগে পড়েছেন গোশাইপুর ইউনিয়নে ভারেরা এলাকার গ্ৰামবাসি ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩আগস্ট)ভারেরা এলাকার গোশাইপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক ইউপি সদস্য মোঃ আঃ জলিল বলেন এই ব্রিজটি ভাঙছে প্রায় সাত বছর হলো, ভাঙ্গা ব্রিজে একটি মহিলালোক মারা গেছে, ব্রিজটি ভাঙ্গার পরে উপজেলা চেয়ারম্যান দেখে গেল, ইঞ্জিনিয়ার এসে দেখে গেল আজ পর্যন্ত কোন কাজ হলো না। ব্রিজটি এভাবে রয়েছে কেউ কোন কাজ করে না,ব্রিজ ভাঙ্গা কারণে এই পাড় আর ওই পাড়ের লোকজনের চলাফেরার খুবই খাড়াপ অবস্থা হয়েছে।

একই এলাকার মোঃ নুর ইসলাম জানান যে ব্রিজটি ভাঙছে প্রায় সাত বছর আমাদের যাতায়াত করতে খুবই কষ্ট হয়েছে,আমরা সরকারের কাছে দাবি জানাই ব্রিজটি দূরত্ব ঠিক করে দেয়।গ্ৰামবাসির পক্ষ থেকে বাবুল মিয়া বলেছেন যে সাত বছর ধরে ব্রিজটি ভাঙছে এবং ভাঙ্গা ব্রিজ থেকে পড়ে একটি মহিলা মারা গেছে আর অনেক মানুষ আহত হয়েছে,পরে আমাদের মেম্বারের সাথে যোগাযোগ করে এবং আমরা গ্ৰামবাসি চাঁদা ধরে ব্রিজটিতে বাঁশের খুঁটি পুঁতে ব্রিজটি মেরামত করেছি,ব্রিজটি ভাঙ্গার কারণে ওপাড় থেকে আবাদ মৌসুম করা ও ফসল পাড় করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।আমরা সরকারের কাছে আবেদন করছি ব্রিজটি তাড়াতাড়ি ঠিক করে দেয়।

 

বিজনেস বাংলাদেশ/এমএফ