ঠানা তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় আজ বৃহস্পিতিবার ১৫ আগষ্ট হরিপুরে বিএনপি তাদের দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে।
সাম্প্রতিক আন্দোলনে নিহত ও হতাহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল সহ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্নারা এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় বিরাজমান, তারা সড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে হরিপুর থানা বিএনপি’র সভাপতি জামালউদ্দিন বলেন, তাদের সড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সর্তক ও সজাগ থাততে হবে। এ সময় আরো বক্তব্য রাখেন, থানা বিএনপি’র সম্পাদক আবুতাহের, সহ-সভাপতি রফিকুল,তরিকুল, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম, প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে থানা বিএনপি’র যুবদল,ছাত্রদল,কৃষকদল মহিলাদল সহ সকল নেতাকর্মী গন অংশগ্রহন করেন।
বিজনেস বাংলাদেশ/ডিএস