০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

ফুঁসে উঠেছে কুমিল্লার গোমতী, ভয়াবহ বন্যার শঙ্কা

গত কয়েকদিন আগে থেকে শুরু হওয়া বৃষ্টি আর ভারতীয় পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গোমতী নদী ভয়ংকর রূপ নিয়েছে। যার ফলে আতঙ্কে সময় পার করছেন নদীর তীরবর্তী মানুষসহ স্থানীয় বাসিন্দারা।

বুধবার ( ২১ আগস্ট ) সকালে গিয়ে দেখা গেছে, প্রবল স্রোত আর তীব্র ঢেউয়ে প্রবাহিত হচ্ছে ভয়ংকর রূপ নেওয়া গোমতী নদী।

এ সময় দেখা যায়, নদীর বাঁধ কোথাও ঝুঁকির মধ্যে পড়ছে কি না তা পর্যবেক্ষণে মাঠে তৎপর রয়েছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা। এছাড়াও স্থানীয়রা প্রস্তুতি নিয়ে রেখেছেন, কোথাও বেড়ি বাঁধে ফাঁটলের খবর এলেই যেন তা রক্ষায় ঝাঁপিয়ে পড়তে পারেন সেজন্য তারা বালুর বস্তা সরবরাহ করছেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতনতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছেন। কোথাও বেড়ি বাঁধে ফাঁটল দেখতে পেলে পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ভিত্তিতে জানানোর আহ্বান জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা আরমানুল ইসলাম বলেন, গত দু’দিন ধরে গোমতী নদীর পানি বেশি বৃদ্ধি পেয়েছে। তবে আজ বুধবার গোমতী নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছে গেছে। তীরবর্তী মানুষসহ স্থানীয় বাসিন্দারা আতঙ্কে সময় পার করছেন। পানি উন্নয়ন বোর্ডের লোকজনও কাজ করছেন।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, কুমিল্লা গোমতী নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের একাধিক টিম গোমতীর বাঁধ পর্যবেক্ষণে নিয়োজিত আছে। গোমতী পাড়ের মানুষকে সতর্ক করার সাথে সাথে জানানো হয়েছে, কোথাও বাঁধে ফাঁটল বা ঝুঁকি দেখলে যেন পানি উন্নয়ন বোর্ডকে সাথে সাথে অবহিত করে। আমরা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি মাসুদুল হক, সম্পাদক নজরুল

ফুঁসে উঠেছে কুমিল্লার গোমতী, ভয়াবহ বন্যার শঙ্কা

প্রকাশিত : ০৫:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

গত কয়েকদিন আগে থেকে শুরু হওয়া বৃষ্টি আর ভারতীয় পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গোমতী নদী ভয়ংকর রূপ নিয়েছে। যার ফলে আতঙ্কে সময় পার করছেন নদীর তীরবর্তী মানুষসহ স্থানীয় বাসিন্দারা।

বুধবার ( ২১ আগস্ট ) সকালে গিয়ে দেখা গেছে, প্রবল স্রোত আর তীব্র ঢেউয়ে প্রবাহিত হচ্ছে ভয়ংকর রূপ নেওয়া গোমতী নদী।

এ সময় দেখা যায়, নদীর বাঁধ কোথাও ঝুঁকির মধ্যে পড়ছে কি না তা পর্যবেক্ষণে মাঠে তৎপর রয়েছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা। এছাড়াও স্থানীয়রা প্রস্তুতি নিয়ে রেখেছেন, কোথাও বেড়ি বাঁধে ফাঁটলের খবর এলেই যেন তা রক্ষায় ঝাঁপিয়ে পড়তে পারেন সেজন্য তারা বালুর বস্তা সরবরাহ করছেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতনতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছেন। কোথাও বেড়ি বাঁধে ফাঁটল দেখতে পেলে পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ভিত্তিতে জানানোর আহ্বান জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা আরমানুল ইসলাম বলেন, গত দু’দিন ধরে গোমতী নদীর পানি বেশি বৃদ্ধি পেয়েছে। তবে আজ বুধবার গোমতী নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছে গেছে। তীরবর্তী মানুষসহ স্থানীয় বাসিন্দারা আতঙ্কে সময় পার করছেন। পানি উন্নয়ন বোর্ডের লোকজনও কাজ করছেন।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, কুমিল্লা গোমতী নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের একাধিক টিম গোমতীর বাঁধ পর্যবেক্ষণে নিয়োজিত আছে। গোমতী পাড়ের মানুষকে সতর্ক করার সাথে সাথে জানানো হয়েছে, কোথাও বাঁধে ফাঁটল বা ঝুঁকি দেখলে যেন পানি উন্নয়ন বোর্ডকে সাথে সাথে অবহিত করে। আমরা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

বিজনেস বাংলাদেশ/ডিএস