০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

জরুরী মানবিক সাহায্য চেয়ে আবেদন

আমার-আপনার একটু সহযোগিতায় হয়ত বাঁচতে পারে শিশু মোসাঃ ইসরাত জাহান তাকওয়া(১০)।তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের আরাগ (আনন্দপুর) গ্রামের মোঃ আরিফ হোসেনের মেয়ে।বন্যার পরবর্তী সময়ে বাড়ির উঠানে কাঁদা থাকায় রান্নাঘর হতে গরম তরকারী পাতিল আনায়নের সময় পা পিছলে উপরে পরে জ্বলসে যায়।এমতাবস্থায় অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে যন্ত্রণার প্রহর গুনছে এ অসহায় শিশুটি।ইসরাত জাহান তাকওয়ার পিতা আরিফ হোসেন সারাদিনের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে কোন রকমের সংসার চালাতেন।একদিকে বাঁচার স্বপ্ন,অন্য দিকে  পরিবারটির পক্ষে চিকিৎসা খরচ যোগাড় করতে হিমসিম খাচ্ছে।বন্যার কারণে পরিবারে কর্মক্ষম কেউ না থাকায় অসুস্থ হওয়ার পর থেকেই তার পরিবারের আয় উপার্জন বন্ধ রয়েছে। ঋণ করে একদিকে চিকিৎসা খরচ অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা পিতা আরিফ হোসেন।

তাই তার সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি আমরা, তাহলে অতি শীঘ্রই সে সু-চিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে শিশুটির স্বাভাবিক জীবনের পথচলা।

সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ আরিফুল ইসলাম(পিতা), বিকাশ নাম্বর- ০১৪০৯১৯৫৯৬০,নগদ-০১৮৮১৪১৮৯৬৩।

ট্যাগ :
জনপ্রিয়

জরুরী মানবিক সাহায্য চেয়ে আবেদন

প্রকাশিত : ০৮:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আমার-আপনার একটু সহযোগিতায় হয়ত বাঁচতে পারে শিশু মোসাঃ ইসরাত জাহান তাকওয়া(১০)।তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের আরাগ (আনন্দপুর) গ্রামের মোঃ আরিফ হোসেনের মেয়ে।বন্যার পরবর্তী সময়ে বাড়ির উঠানে কাঁদা থাকায় রান্নাঘর হতে গরম তরকারী পাতিল আনায়নের সময় পা পিছলে উপরে পরে জ্বলসে যায়।এমতাবস্থায় অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে যন্ত্রণার প্রহর গুনছে এ অসহায় শিশুটি।ইসরাত জাহান তাকওয়ার পিতা আরিফ হোসেন সারাদিনের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে কোন রকমের সংসার চালাতেন।একদিকে বাঁচার স্বপ্ন,অন্য দিকে  পরিবারটির পক্ষে চিকিৎসা খরচ যোগাড় করতে হিমসিম খাচ্ছে।বন্যার কারণে পরিবারে কর্মক্ষম কেউ না থাকায় অসুস্থ হওয়ার পর থেকেই তার পরিবারের আয় উপার্জন বন্ধ রয়েছে। ঋণ করে একদিকে চিকিৎসা খরচ অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা পিতা আরিফ হোসেন।

তাই তার সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি আমরা, তাহলে অতি শীঘ্রই সে সু-চিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে শিশুটির স্বাভাবিক জীবনের পথচলা।

সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ আরিফুল ইসলাম(পিতা), বিকাশ নাম্বর- ০১৪০৯১৯৫৯৬০,নগদ-০১৮৮১৪১৮৯৬৩।