র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১ প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে।
অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত্র আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় র্যাব-১ স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় জানতে পারে যে, ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে দিনাজপুর হইতে ০১(এক)টি টয়োটা ব্রান্ডের প্রাইভেটকারে করে (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-২০-৪২৭২) জিএমপি, গাজীপুর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল তাৎক্ষণিকভাবে জিএমপি, গাজীপুর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় পৌঁছিলে র্যাবের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় অদ্য ইং ১৫ সেপ্টেম্বর ২০২৪ ইং আনুমানিক রাত ১. ঘটিকায় আসামী মোঃ আনোয়ার হোসেন(৩৬)(গাড়ির চালক)’কে হাতে নাতে গ্রেফতার করা হয়।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী মোঃ আনোয়ার হোসেন(৩৬) এর স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজতে থাকা প্রাইভেটকারের পিছনে ব্যাক ডালার ভিতরে অত্যান্ত সুকৌশলে রক্ষিত রশি দ্বারা বাধা অবস্থায় ১(এক) টি নীল রংয়ের প্লাস্টিকের বস্তা হতে বিপুল পরিমান অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জব্দকৃত ফেন্সিডিল সম্পর্কে ধৃত আসামী‘কে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হইতে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করিয়া ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে। ধৃত আসামী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে স্বজ্ঞানে নিজ হেফাজতে রাখিয়া এবং বিক্রয়ের জন্য বহন করিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮ ধারায় অপরাধ করিয়াছে।আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুরের গাছা থানা পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ডিএস