পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ২শ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার দিয়ারপাড়ায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা নগদ ১৬ হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়। এদিন রাতে এক প্রেস রিলিজে এ তথ্য জানায় র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার দিয়ারপাড়া গ্রামের ডাবলুর ছেলে শাহিন আলম (২০)।
প্রেস রিলিজে বলা হয়, শাহিন আলম প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। তার প্রধান ব্যবসা ছিলো ইয়াবা বিক্রি। এদিন ইয়াবা বিক্রির উদ্দেশ্যে শাহিন আলম সেখানে অবস্থান করছিলো, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা নগদ অর্থ জব্দ করা হয়।
এব্যাপারে র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার মো. এহতেশামুল হক খান বলেন, সে একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। ওই এলাকায় ইয়াবার সহজ বিস্তারে ভূমিকা নিয়ে আসছিলো। গ্রেফতার করে মাদক আইনে মামলা দিয়ে তাকে ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 
																			 
																		 পাবনা প্রতিনিধি:
																পাবনা প্রতিনিধি:								 



















