শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা স্থগিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অনিবার্য কারণ বসত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা স্থগিত করা হয়েছে।
এর আগে আজ ২২ জুলাই কোম্পানিটির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছিল। কোম্পানিটির বোর্ড সভা ২৫ জুলাই বিকাল ৩টায় নির্ধারণ করা হয়েছিল। কোম্পানির বোর্ড সভার তারিখ ও সময় পরবর্তীতে কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে।
আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৫৫ টাকা।

























