বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। পাত্র পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব। অবশেষে তাদের দীর্ঘ প্রেমের গুঞ্জন অবশেষে সত্যি হলো।
তাদের দুজনের প্রেমের গুঞ্জন প্রায় এক যুগের। বিভিন্ন সময়েই তাদের একসঙ্গে দেখা গেছে।
বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত খবর বলছে, আজ (সোমবার) ঢাকার অদূরে একটি রিসোর্টে তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেখানে দুই পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত থাকবেন শোবিজ অঙ্গনের অনেকেই। বিয়ের সব প্রস্তুতিই ইতোমধ্যে শেষ হয়েছে।
এর আগে রবিবার একই রিসোর্টে সম্পন্ন হয়েছে রাজীব ও মেহজাবিনের গায়ে হলুদের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে ছবি তোলা এবং ভিডিও করা বারণ ছিল। এর জন্য মাইক্রোফোনে ঘোষণাও দেয়া হয়।
মেহজাবীন-রাজীবের প্রথম একসঙ্গে দেখা যায়, ২০১৮ সালের ১১ আগস্ট। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে সিঁড়িতে বসে থাকার একটি ছবি পোস্ট করে মেহজাবীন চৌধুরী ক্যাপশনে লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’
সেই থেকেই এই অভিনেত্রী ও পরিচালকের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। এরপর কখনো তাদের একসঙ্গে বিপণিবিতানে হাত ধরে হাঁটতে দেখা গেছে, কখনো সিনেমা, রেস্তোরাঁয় আড্ডাসহ বিশেষ দিনগুলোয় পাশাপাশি পাওয়া গেছে দেশ-বিদেশে। বিভিন্ন গণমাধ্যমে তাদের সম্পর্কের গুঞ্জনের খবর প্রকাশিত হলেও প্রেম নিয়ে মুখ খোলেননি কেউ। অবশেষে গুঞ্জন সত্যি হয়েছে।
ডিএস../