০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের একদিনে ৩টি অভিযান পরিচালনা

অভিযান এক রাজধানীতে টিসিবির পণ্য বিক্রয় ও কার্ড পরিবর্তনে নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে টিসিবি ভবন, কারওয়ানবাজার, ঢাকায় একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১ কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরকালে ৪৩ লক্ষ ম্যানুয়াল কার্ডকে বাতিল করার তথ্য পাওয়া যায়।

এছাড়াও, বিগত সময়ে নানাবিধ অনিয়মের মাধ্যমে ম্যানুয়াল ফ্যামিলি কার্ড বিতরণের তথ্য পাওয়া যায়। অভিযানকালে এ সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক স্মার্ট কার্ড বিতরণে অনিয়মসহ পূর্বে বিতরণকৃত ফ্যামিলি কার্ডের অনিয়মের বিষয়ে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান দুই ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম সড়ক বিভাগ, ঠাকুরগাঁও -এর একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে অভিযোগ সংশ্লিষ্ট রাস্তা সরেজমিনে পরিদর্শন করে। অভিযানকালে দেখা যায়, রাস্তাটির সাববেসের ১ম স্টেজের কাজ চলমান রয়েছে।

দুদক টিম সড়ক বিভাগের নিরপেক্ষ প্রকৌশলী, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী, ঠিকাদারের প্রতিনিধি এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে সম্পূর্ণ রাস্তা পরিদর্শন করে এবং ০৪টি ভিন্ন ভিন্ন স্থান থেকে নির্মাণাধীন রাস্তার মাটি খনন করে এইজিং থেকে ইট ও বালু সংগ্রহ করে। স্থানীয় জনগণের বক্তব্যে জানা যায়, গত ২ দিন আগে ঠিকাদারের লোকজন ২ ট্রলি নিম্নমানের ইট রাস্তার পাশে এনে ফেলে, যার প্রেক্ষিতে স্থানীয় জনগণ সংক্ষুব্ধ হন এবং রাস্তার কাজ বন্ধ করে দেন।

এছাড়াও দুদক টিম অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট রাস্তার স্পেসিফিকেশনসহ আনুষঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করে। ল্যাবরেটরিতে নির্মাণসামগ্রীর গুনগতমান পরীক্ষা- নিরীক্ষার পর ল্যাব রিপোর্ট প্রপ্তিসাপেক্ষে টিম কমিশন বরাবর অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অভিযান তিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ও ইনডোর সেবাদান পদ্ধতি, চিকিৎসক -স্টাফদের উপস্থিতি, ভর্তিকৃত রোগীদের ওয়ার্ড পর্যবেক্ষণ এবং আগত সেবাপ্রার্থী রোগীদের অভিজ্ঞতা ও অভিযোগ শ্রবণ করে। অভিযানকালে সেবাদানে ধীরগতি, যথাযথভাবে বিভিন্ন রেজিস্টার মেইনটেইন না করা, ভর্তিকৃত রোগীদের ওয়ার্ডে অতিরিক্ত ভিড় ও অপরিচ্ছন্নতা পরিলক্ষিত হয়।

টিম অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলে। তিনি অবিলম্বে সেবা প্রদানের মানোন্নয়ন এবং হয়রানি রোধে ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে দুদক টিমকে আশ্বস্ত করেন। এনফোর্সমেন্ট টিম কর্তৃক পরিদর্শনে প্রাপ্ত তথ্যাবলি ও সংগৃহীত অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করা হবে।

 

 

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের একদিনে ৩টি অভিযান পরিচালনা

প্রকাশিত : ১০:৩৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

অভিযান এক রাজধানীতে টিসিবির পণ্য বিক্রয় ও কার্ড পরিবর্তনে নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে টিসিবি ভবন, কারওয়ানবাজার, ঢাকায় একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১ কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরকালে ৪৩ লক্ষ ম্যানুয়াল কার্ডকে বাতিল করার তথ্য পাওয়া যায়।

এছাড়াও, বিগত সময়ে নানাবিধ অনিয়মের মাধ্যমে ম্যানুয়াল ফ্যামিলি কার্ড বিতরণের তথ্য পাওয়া যায়। অভিযানকালে এ সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক স্মার্ট কার্ড বিতরণে অনিয়মসহ পূর্বে বিতরণকৃত ফ্যামিলি কার্ডের অনিয়মের বিষয়ে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান দুই ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম সড়ক বিভাগ, ঠাকুরগাঁও -এর একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে অভিযোগ সংশ্লিষ্ট রাস্তা সরেজমিনে পরিদর্শন করে। অভিযানকালে দেখা যায়, রাস্তাটির সাববেসের ১ম স্টেজের কাজ চলমান রয়েছে।

দুদক টিম সড়ক বিভাগের নিরপেক্ষ প্রকৌশলী, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী, ঠিকাদারের প্রতিনিধি এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে সম্পূর্ণ রাস্তা পরিদর্শন করে এবং ০৪টি ভিন্ন ভিন্ন স্থান থেকে নির্মাণাধীন রাস্তার মাটি খনন করে এইজিং থেকে ইট ও বালু সংগ্রহ করে। স্থানীয় জনগণের বক্তব্যে জানা যায়, গত ২ দিন আগে ঠিকাদারের লোকজন ২ ট্রলি নিম্নমানের ইট রাস্তার পাশে এনে ফেলে, যার প্রেক্ষিতে স্থানীয় জনগণ সংক্ষুব্ধ হন এবং রাস্তার কাজ বন্ধ করে দেন।

এছাড়াও দুদক টিম অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট রাস্তার স্পেসিফিকেশনসহ আনুষঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করে। ল্যাবরেটরিতে নির্মাণসামগ্রীর গুনগতমান পরীক্ষা- নিরীক্ষার পর ল্যাব রিপোর্ট প্রপ্তিসাপেক্ষে টিম কমিশন বরাবর অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অভিযান তিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ও ইনডোর সেবাদান পদ্ধতি, চিকিৎসক -স্টাফদের উপস্থিতি, ভর্তিকৃত রোগীদের ওয়ার্ড পর্যবেক্ষণ এবং আগত সেবাপ্রার্থী রোগীদের অভিজ্ঞতা ও অভিযোগ শ্রবণ করে। অভিযানকালে সেবাদানে ধীরগতি, যথাযথভাবে বিভিন্ন রেজিস্টার মেইনটেইন না করা, ভর্তিকৃত রোগীদের ওয়ার্ডে অতিরিক্ত ভিড় ও অপরিচ্ছন্নতা পরিলক্ষিত হয়।

টিম অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলে। তিনি অবিলম্বে সেবা প্রদানের মানোন্নয়ন এবং হয়রানি রোধে ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে দুদক টিমকে আশ্বস্ত করেন। এনফোর্সমেন্ট টিম কর্তৃক পরিদর্শনে প্রাপ্ত তথ্যাবলি ও সংগৃহীত অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করা হবে।

 

 

ডিএস../