তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায়, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে গত ১৯ মার্চ (বুধবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ- জয়দেবপুর -এর আওতাধীন সালনা, গাজীপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় শিল্প গ্রাহক এম কে সোয়েটার লি.-এর অবৈধভাবে স্থাপিত আনুমানিক ৬০০ মিটার পিভিসি পাইপ লাইন উত্তোলন / জব্দ করা হয়েছে। অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করায় উক্ত প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়েছে। এছাড়া স্হায়ীভাবে আনুমানিক ২০টি বাড়ির ২০০ টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
একই দিনে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-আশুলিয়ার আওতাধীন বখতিয়ার সুপার মার্কেট, দক্ষিণ জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য ইমার্জেন্সী শাখা-সাভার কর্তৃক অভিযান পরিচালনা করা হয় । উক্ত অভিযানে মোট ০২টি পয়েন্টে আনুমানিক ৩০০ ফুট অবৈধ বিতরণ লাইনের ০৬টি ডাবল চুলাসহ ১৪০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে। এ সময় মদিনা হোটেল, বখতিয়ার সুপার মার্কেট, দক্ষিণ জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা এ অবৈধ বাণিজ্যিক সংযোগের প্রায় ৪০ ফুট ১” সার্ভিস পাইপ বিচ্ছিন্নপূর্বক সোর্স পয়েন্ট কিল করা হয়েছে। এছাড়া আল-মায়িদাহ্ হোটেল, বখতিয়ার সুপার মার্কেট, দক্ষিণ জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা এ অবৈধ বাণিজ্যিক সংযোগের প্রায় ১০০ ফুট ৩/৪” সার্ভিস পাইপ বিচ্ছিন্নপূর্বক সোর্স পয়েন্ট কিল করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে মাসিক ২,৪৬,৪৬৯/-টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে।
এছাড়াও, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফজলে ওয়াহিদ, সিনিয়র সহকারী সচিব, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-বন্দরের আন্দিরপাড় কবরস্থান, মদনপুর আন্দিরপাড় বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন, পূর্ব আন্দিরপাড় বন্দর, নারায়ণগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ৫০০ অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করাসহ বিভিন্ন ব্যাসের ২৭০ ফুট পাইপ অপসারণ এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং/ক্যাপিং করা হয়েছে। এ সময় অবৈধ আবাসিক গ্রাহকের নিকট হতে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১৯ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২২৬টি শিল্প, ১৪৫টি বাণিজ্যিক ও ২৮,২০৩টি আবাসিকসহ মোট ২৮,৫৭৪টি অবৈধ গ্যাস সংযোগ ও ৬৫,৬৭১টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৪০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।
ডিএস../