রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ এলাকা হতে ৪২০ (চারশত বিশ) পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ ফকরুল ইসলাম (৩৪)’কে গত ৬ এপ্রিল ২০২৫ইং তারিখ রাতে রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২ং
অদ্য ০৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজধানীর মিরপুর থানাধীন মিরপুর-১ এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র্যাব-২ এর আভিযানিক দল উক্তস্থানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামি মোঃ ফকরুল ইসলাম (৩৪)’কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত আসামি মোঃ ফকরুল ইসলাম তার পরিহিত প্যান্টের পকেট হতে ৪২০ (চারশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অবৈধ বাজারমূল্য আনুমানিক ১,২৬,০০০/- (এক লক্ষ ছাব্বিশ হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায় যে, সে দীর্ঘ দিন যাবৎ মিরপুর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে স্বল্পমূল্যে মাদক ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশী দামে বিক্রয় করে আসছিল।
এছাড়াও গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।উপরোক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিএস,.